প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 1:02 PM
দুই যুগ ধরে জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে বাস করছেন অর্ধলাখ মানুষ
মাহফুজ নান্টু
দুই যুগের জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে বসবাস করছে কুমিল্লা শহরের চাঁনপুর, ছায়া বিতান, গোবিন্দপুর এলাকার অর্ধলাখ বাসিন্দা। বর্ষা মরসুমে ভোগান্তি বেড়ে কয়েকগুন হয়ে পরে। জলাবদ্ধতার ভোগান্তির অসহনীয় মাত্রায় পৌঁছানোয় এসব এলাকা থেকে অনেকেই বাড়িঘর ছেড়ে যাচ্ছেন অন্যত্র, স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে শিশু ও বৃদ্ধরা। আকাশে মেঘ জমলেই এই ভোগান্তির শুরু হয়।
কুমিল্লা শহরের চাঁনপুর সড়কের হাটু সমান পানি। সড়কটি ধরে একটু এগিয়ে গেলে মধ্যমপাড়া। ওই এলাকার প্রতিটি বাড়ির ভেতরে পানি। রাস্তা ঘাট, উঠোন, রান্নাঘর-টয়লেট সবই ময়লা পানিতে সয়লাব। বছরে একবার বৃষ্টি হয়ে পানি জমলে পুরো বছরের জন্য পানিবন্দী হয়ে থাকে এলাকাটি। রোদ কিংবা বৃষ্টির দিন, টানা ময়লা পানি দিয়ে চলাচলের কারণে চর্মরোগ দেখা দিয়েছে বাসিন্দাদের শরীরে। জলাবদ্ধ এলাকায় ব্যবসাবানিজ্য ও যানচলাচলও কমে যাচ্ছে দিন দিন।
অটোরিকশা চালক আরমান হোসেন জানান, গেলো এক যুগের বেশি তিনি সড়কটি দিয়ে যাত্রী পারাপার করেন। এই সড়কটিতে বছরের অর্ধেকের বেশি সময় ধরে জলাবদ্ধতা থাকে।
জলাবদ্ধতার কারনে আগামী মাসে বাসা ছেড়ে দিবেন বেসরকারী ব্যাংকে কর্মরত আবু হানিফ। তিনি জানান, গত দেড় বছর আগে বাসা ভাড়া নিয়েছিলেন। তবে সড়কে ও বাসা বাড়িতে পানি উঠে যাওয়ায় তার দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন। জলাবদ্ধতার কারনে তার সন্তানরা প্রায়ই সর্দি কাশি এবং জ¦রে ভুগে।
চাঁনপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকাটি শহরের ভেতরে হলেও সিটি কর্পোরেশনের বাইরে হওয়ায় নাগরিক সুবিধা নিয়ে নজর নেই প্রশাসনের। দুই যুগ ধরে এই সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। বছরজুড়ে অর্ধলক্ষ লোক জলাবদ্ধতার ভোগান্তি পোহান। চাঁনপুর এলাকার ৩০ হাজার মানুষ এই জলজটে আক্রান্ত। অপরিকল্পিত বাসাবাড়ি নির্মান ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না হওয়ায় পানি জমে থাকে।
এদিক সরেজমিনে নগরীর বিসিক শিল্প এলাকা, ছায়াবিতান ও গোবিন্দপুর এলাকাতে ঘুরে দেখা যায়, ওই এলাকাগুলো বর্ষার তিন মাস জলাবদ্ধতা থাকে।
কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, জলাবদ্ধতা ভোগান্তির বিষয়টি নজরে এসেছে। সমস্যা সমাধানে উপজেলা প্রকৌশল বিভাগ ও স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়েছে।
পুরাতন গোমতী নদীর দুই বাঁধের মাঝে গড়ে ওঠা চাঁনপুর আবাসিক এলাকাটির জলাবদ্ধতার সমস্যা দীর্ঘ দুই যুগের। জনপ্রতিনিধি কিংবা প্রশাসন- কারো সুনজর না থাকায় শুধু চানপুর নয়, শহরের গোবিন্দপুর, ছায়াবিতান ও বিসিক শিল্পনগরী এলাকার অর্ধলক্ষাধিক লোক অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা-৮ আসনে বিএনপি প্রার্থী জাকারিয়া তাহেরের বিরুদ্ধে দু...
নিজস্ব প্রতিবেদকজাল কাগজপত্র ব্যবহার করে একটি বেসরকারি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযো...
তৃণমূলের মতামতের ভিত্তিতে সদর আসনে প্রার্থী দেওয়ার অনুরোধ হ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় বিএনপির শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় দলকে সংগ...
কুমিল্লার ১১টি নির্বাচনী আসনে বিচারিক কমিটির দায়িত্ব পেলেন...
অশোক বড়ুয়াত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই কুমিল্লা জেলায় নির্বাচনী উত্তাপ বাড়ছে। আগা...
কুমিল্লা-২ আসনে বিএনপির বঞ্চিতরাও মাঠে সক্রিয়
হোমনা প্রতিনিধিসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির (ধানের শীষের) চূড়...
কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ পরিণত হয়েছে পরিত্যক্ত স্থ...
আয়েশা আক্তারকুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় অবস্থিত কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সো...
কুমিল্লা-৬ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে অধ্যাপক মামুনের গণস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ম...