
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 12:04 PM

ব্রাহ্মণপাড়ায় স্কুল মাঠে জলাবদ্ধতায় শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে, হয় না অ্যাসেম্বলি, বন্ধ খেলাধুলা

মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এখন পানির রাজত্ব। যেখানে শিশুদের খেলাধুলার কোলাহল থাকার কথা, সেখানে আজ সাঁতার কাটছে স্থানীয় কৃষকদের হাঁস। কয়েকদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিদ্যালয়সংলগ্ন জলাশয়ের পানি বেড়ে গিয়ে মাঠে ঢুকে পড়েছে। এতে স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে যাতায়াত ও স্কুল প্রাঙ্গণে চলাচল চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মূল মাঠ পরিণত হয়েছে ছোট পুকুরে। মাঠজুড়ে হাঁসের দল পানিতে সাঁতার কাটছে। শ্রেণিকক্ষগুলোতে চলছে পাঠদান, তবে মাঠের এমন চিত্রে শিক্ষার্থীরা যেন বন্দি জীবনযাপন করছে।
বিদ্যালয় চত্বরে পানি জমে থাকার কারণে শিক্ষার পরিবেশ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ঝুঁকির মধ্যেও রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। দ্রুত ব্যবস্থা না নেয়া হলে ভবিষ্যতে শিক্ষার্থীদের উপস্থিতি এবং মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অভিভাবকরা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন নাহার নিপা বলেন, “শ্রেণিকক্ষে প্রবেশ ও বের হতে শিক্ষার্থী-শিক্ষকদের ভোগান্তি হচ্ছে। ভবনের দেয়াল ঘেঁষে উঁচু জায়গা ধরে কোনোমতে চলাফেরা করতে হয়। মাঠে পানি থাকায় নিয়মিত অ্যাসেম্বলি বন্ধ। শিক্ষার্থীরা খেলাধুলাও করতে পারছে না।”
প্রধান শিক্ষক রেনু রানী বলেন, “১৯৯২ সালে স্থাপিত এ বিদ্যালয়ে বর্তমানে ৮৩ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। প্রতিবছর বর্ষায় মাঠ পানিতে ডুবে যায়, এতে পাঠদানে বাধা সৃষ্টি হয়। এ বিষয়ে আমরা জেলা প্রশাসকসহ স্থানীয় ইউনিয়ন পরিষদকে লিখিতভাবে জানিয়েছি। আশা করি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভিন বলেন, “বিদ্যালয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “বিষয়টি আমি আপনাদের কাছ থেকে জেনেছি। আমি সরেজমিনে গিয়ে পরিদর্শন করব এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে মনোহরগঞ্জে পুরষ্কার বিতরণ
আবুল কালাম আজাদ জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লৎসর মডেল সরকারি প্...

তিতাসে নবাগত এসিল্যা-ের যোগদান
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে নতুন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে তানিয়া আক্তার লুবনা য...

বাঞ্ছারামপুরে গৃহবধূ শাহিনুর হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি...
বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর গৃহবধূ শাহিনুর আক্তার (২৫) হত্য...

চান্দিনায় ৫২ লক্ষ টাকা ও সাড়ে ৩ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্...
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফা (৩০...

বুড়িচংয়ে মাদক, জুয়া ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে প্...
কাজী খোরশেদ আলমবুড়িচং উপজেলায় মাদক, জুয়া ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন উপজেলা...

বাঞ্ছারামপুরে পিবিজিএসআই পুরস্কার, সার্টিফিকেট ও ক্রেস্ট প...
বাঞ্ছারামপুর প্রতিনিধি পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (চইএঝঋও) স্কিমের আওতায়...