
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2025, 12:10 AM

ভূচ্চি বাজারে হামলার প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাই উপজেলার ভূচ্চি বাজারে সংঘটিত হামলার ঘটনায় প্রধান আসামি ও মাদক মামলার আসামি মামুনুর রশীদ রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত সব আসামির গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার ভূচ্চি বাজারের আমিনুল ইসলাম মার্কেটের আংশিক মালিক মাঈনুদ্দিন চিশতী ভাড়া তুলতে গেলে স্থানীয় সন্ত্রাসী মামুনুর রশীদ রাজু, ইব্রাহিম খলিল সুজন, সাহিদ ও হারুনুর রশিদসহ ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়।
এ সময় মাঈনুদ্দিন চিশতীকে বাঁচাতে এগিয়ে গেলে মিজানুর রহমান জাকির, আরিফুর রহমান ও মোস্তফা কামাল মারাত্মকভাবে আহত হন। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
মামলার বাদী মাঈনুদ্দিন চিশতী বলেন, “বিবাদীরা আমাদের ওপর হামলা চালানোর পর লালমাই থানা পুলিশ দ্রুত মামলা রুজু করে এবং প্রধান আসামি রাজুকে গ্রেফতার করেছে। আমরা আশা করছি, বাকিদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “হামলার ঘটনায় প্রধান আসামি রাজুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশি অভিযান চলছে। রাজুর বিরুদ্ধে ২০২২ সালে একটি মাদক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

চৌদ্দগ্রামের সেই জগন্নাথদিঘীতে বড়শি প্রতিযোগিতা হয়নি
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে ঐতিহ্যবাহী জগন্নাথদিঘীতে মাছ না থাকার বিষয়টি গোপন করে শুক্রব...

সন্তানদের সঠিক পথে রাখতে পরিবারই প্রথম ভরসা-ইউএনও ব্রাহ্মণপ...
মো. আনোয়ারুল ইসলামশিক্ষার গুনগত মান নিশ্চিতকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক এবং কিশোর গ্যাং প্রতিরোধে...

বুড়িচংয়ে বিয়ে বাড়িতে আগুন ৫ শ লোকের খাবার ও ৪টি ঘর পুড়ে গেছ...
কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচং উপজেলায় আরাগ আনন্দপুর উত্তর পাড়ায় এক বিয়ে বাড়িতে আগুন লেগে...

জুলাই সনদ ও পিআর পদ্ধতি বাস্তবায়নে কুমিল্লায় জামায়াতের সম...
সংবাদ বিজ্ঞপ্তিস্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী কুমিল্লা নামে বিভাগ ঘোষণার ষড়যন্ত্র করে কুমিল্ল...

বিভাগের দাবীতে উত্তাল কুমিল্লা
মাহফুজ নান্টুকুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে আবারো উত্তাল হয়ে পরেছে কুমিল্লা নগরী। আন্দোলনে নেমেছে...

নব শালবন বৌদ্ধ বহিারে ২৪তম কঠনি চীবন দানোৎসব অনুষ্ঠতি
সংবাদ শ্যামল বড়ুয়া ববিগত ১০ অক্টোবর কুমল্লিা কোটবাড়ি নবশালবন বৌদ্ধ বহিারে ৩ র্পবরে অনুষ্ঠানে ১ম র...
