প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2025, 12:10 AM
ভূচ্চি বাজারে হামলার প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাই উপজেলার ভূচ্চি বাজারে সংঘটিত হামলার ঘটনায় প্রধান আসামি ও মাদক মামলার আসামি মামুনুর রশীদ রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত সব আসামির গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার ভূচ্চি বাজারের আমিনুল ইসলাম মার্কেটের আংশিক মালিক মাঈনুদ্দিন চিশতী ভাড়া তুলতে গেলে স্থানীয় সন্ত্রাসী মামুনুর রশীদ রাজু, ইব্রাহিম খলিল সুজন, সাহিদ ও হারুনুর রশিদসহ ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়।
এ সময় মাঈনুদ্দিন চিশতীকে বাঁচাতে এগিয়ে গেলে মিজানুর রহমান জাকির, আরিফুর রহমান ও মোস্তফা কামাল মারাত্মকভাবে আহত হন। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
মামলার বাদী মাঈনুদ্দিন চিশতী বলেন, “বিবাদীরা আমাদের ওপর হামলা চালানোর পর লালমাই থানা পুলিশ দ্রুত মামলা রুজু করে এবং প্রধান আসামি রাজুকে গ্রেফতার করেছে। আমরা আশা করছি, বাকিদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “হামলার ঘটনায় প্রধান আসামি রাজুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশি অভিযান চলছে। রাজুর বিরুদ্ধে ২০২২ সালে একটি মাদক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে খুন হয়:...
এফএনএস বিদেশনারীহত্যার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির অভাবের নিন্দা জানিয়ে জাতিসংঘ গত সোমবার জানিয়েছে যে,...
প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত
ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ হারের পথে ভারত। গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতকে ৫৪৯ রানে...
বিএনপির ৩০০ আসনে প্রার্থী এ মাসে, বাদের শঙ্কায় অনেকে
জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন অনেকে। তাঁদের স্থলাভিষিক্ত ক...
বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জমিতে মাটি...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল( ডিগ্রি) মাদ্রাসার...
চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবককে হত্যা; আটক...
সোহেল রানা, চান্দিনা।কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে এনে মো.মুছা (২৬) নামে এক য...
যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বিচার হয় না-এলডিপি মহাসচিব...
নিজস্ব প্রতিবেদকযারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বিচার হওয়া উচিত। ৩০ লক্ষ মুক্তিযোদ্ধাদের হত্যা ও ২ ল...