প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Oct 2025, 9:24 AM
দুই পক্ষের দ্বন্দ্বে দ্বিধাবিভক্ত মুসল্লীরা, পুরাতন মসজিদ বনাম নতুন মসজিদ নির্মাণে উত্তেজনা এবং আদালতে মামলা
সুজন মজুমদার ||
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর দক্ষিণ পাড়া দরগা বাড়ী জামে মসজিদ কমিটির নেতৃত্ব ও আর্থিক বিষয়ে এলোমেলো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ মসজিদটি ১৯৮১ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠা করেন হযরত আবেদ শাহ (রহ.) এর মাজারের খাদেম সেকান্দর আলী দরবেশ। বহু বছর ধরে স্বাভাবিকভাবে নামাজ, ইবাদত ও ধর্মীয় কার্যক্রম চললেও সম্প্রতি মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটির নেতৃত্ব ও আর্থিক বিষয় নিয়ে দুই বাড়ির মুসল্লীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একদল মুসল্লী মূল মসজিদ ছেড়ে চলে গিয়ে ভাতেশ্বর ফোরকানিয়া মাদ্রাসার জায়গায় নতুন মসজিদ নির্মাণ শুরু করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।
এ বিষয়ে ভাতেশ্বর দক্ষিণ পাড়া দরগা বাড়ী জামে মসজিদের মুসল্লী ও মামলার বাদী আব্দুর রব বলেন, “মসজিদের সভাপতি ও সম্পাদক আর্থিকভাবে স্বচ্ছল হওয়ায় তারা একচ্ছত্র প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এতে সাধারণ মুসল্লীদের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। পরে তারা ফোরকানিয়া মাদ্রাসার দুটি টিনসেট ঘর ভেঙে জোর জবরদস্তি করে সেখানে নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়। এ ঘটনায় তিনি কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, নতুন মসজিদ নির্মাণকারী পক্ষের প্রতিনিধি দুলাল মেম্বার বলেন, “আমরা কোনো ঝামেলা চাই না। তাই এলাকাবাসীর সুবিধার্থে এবং মুসল্লীদের বাড়তি জায়গার প্রয়োজন বিবেচনায় আমরা নতুন মসজিদ নির্মাণ শুরু করেছি।” আল্লাহ বলেছেন, যেখানে আল্লাহ হুকুম থাকবে সেখানে নামাজের সেজদা জায়গা হবে। সে হিসেবে আল্লাহ হুকুম আছে এখানে নামাজের জায়গায় এবং মাদ্রাসার তৈরি করতেছি।
স্থানীয় কয়েকজন মুসল্লী বলেন, “দুই পক্ষই মুসল্লী, উভয়ের উচিত আলোচনার মাধ্যমে সমাধানে আসা। এভাবে মসজিদ নিয়ে বিভাজন ইসলাম ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।” মাদ্রাসার নামে ওয়াকফ থাকায় এবং মসজিদের নামে ওয়াকফ না থাকায় সেখানে জুম্মা মসজিদ চালু করায় ও ঝগড়া ফ্যাসাদের কারণে মসজিদ নির্মাণ করা শরীয়ত সম্মত কিনা এ বিষয়ে এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ।
সরেজমিনে গেলে দেখা যায়, আধিপত্য ও নেতৃত্বের প্রশ্নে দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। এলাকায় শান্তি বজায় রাখতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে খুন হয়:...
এফএনএস বিদেশনারীহত্যার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির অভাবের নিন্দা জানিয়ে জাতিসংঘ গত সোমবার জানিয়েছে যে,...
প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত
ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ হারের পথে ভারত। গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতকে ৫৪৯ রানে...
বিএনপির ৩০০ আসনে প্রার্থী এ মাসে, বাদের শঙ্কায় অনেকে
জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন অনেকে। তাঁদের স্থলাভিষিক্ত ক...
বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জমিতে মাটি...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল( ডিগ্রি) মাদ্রাসার...
চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবককে হত্যা; আটক...
সোহেল রানা, চান্দিনা।কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে এনে মো.মুছা (২৬) নামে এক য...
যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বিচার হয় না-এলডিপি মহাসচিব...
নিজস্ব প্রতিবেদকযারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বিচার হওয়া উচিত। ৩০ লক্ষ মুক্তিযোদ্ধাদের হত্যা ও ২ ল...