
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 20 Oct 2025, 9:34 AM

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতি টিকবে কতো দিন?
সপ্তাহজুড়ে সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর অবশেষে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত আলোচনার পর রবিবার উভয় দেশ এই সমঝোতায় সম্মত হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষ তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে এবং টেকসই শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে স্থায়ী প্রক্রিয়া গড়ে তুলতে সম্মত হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, আফগান ভূখণ্ড থেকে সীমান্তপারের সন্ত্রাস এখনই বন্ধ হবে। উভয় দেশ পরস্পরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করবে।
তিনি আরও জানান, যুদ্ধবিরতির পরবর্তী বৈঠক ২৫ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। সেখানে বাস্তবায়ন ও পর্যবেক্ষণ ব্যবস্থার বিস্তারিত বিষয়ে আলোচনা হবে।
আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদও চুক্তিটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, উভয় দেশ পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ প্রতিবেশী সম্পর্ক বজায় রাখবে। একে অপরের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেওয়া হবে না কিংবা সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেওয়া হবে না।
১১ অক্টোবর আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পাকিস্তান দাবি করে, আফগানিস্তান থেকে পাকিস্তানের ভেতরে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তারা কাবুল ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অনেক বেসামরিক মানুষ হতাহত হয়।
দুই দেশের মধ্যে এই সংঘাত ছিল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহের লড়াইয়ে অনেক মানুষ নিহত হয়েছেন। শতাধিক আহত হয়েছেন।
ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের মাটিতে তেহরিকই তালেবাম পাকিস্তান (টিটিপি) এবং বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের সশস্ত্র গোষ্ঠীগুলো আশ্রয় পাচ্ছে। সেখান থেকে তারা পাকিস্তানের ভেতরে হামলা চালানো হচ্ছে।
২০২৫ সাল এখন পর্যন্ত পাকিস্তানে সবচেয়ে রক্তক্ষয়ী বছর হিসেবে দেখা হচ্ছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে সহিংসতায় নিহতের সংখ্যা ২৪ শ' ছাড়িয়েছে। আর এসব অনেক হামলার দায় স্বীকার করেছে টিটিপি।
আফগান তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের মাটি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। মুজাহিদ বলেন, এটি ইসলামী আমিরাতের সুসংগত নীতি, আমরা অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলাকে সমর্থন করি না এবং করব না।
রাজনৈতিক বিশ্লেষক আবদুল্লাহ বাহির বলেন, বোমা হামলা কখনো স্থায়ী সমাধান নয়। যুক্তরাষ্ট্র বিশ বছর ধরে এই পদ্ধতিতে সফল হয়নি, পাকিস্তানও তা পারবে না।
বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে এই চুক্তি যুদ্ধবিরতি আনলেও পারস্পরিক অবিশ্বাস দূর না হলে শান্তি টিকিয়ে রাখা কঠিন হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ্ক রোড ঝুঁকি নিয়ে চলছে য...
আয়েশা আক্তারপুরাতন ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ্ক রোডের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানা-খন্দক। দীর্ঘ...

ভুয়া ফেসবুক আইডিতে ব্রাহ্মণপাড়া থানার নাম ব্যবহার, বিভ্র...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার অফিসিয়াল ফেসবুক আইডির নামে একটি ভূয়া ফেসবুক আইডি খুলে...

চান্দিনায় আয়ুর্বেদিক চিকিৎসার নামে ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়...
সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনায় ভুয়া আয়ুর্বেদিক চিকিৎসার নামে প্রায় ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়...

চৌদ্দগ্রামে কানাইল খাল খননের ফলে সুবিধা পাবে কৃষক প্রশংসা...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে গুরুত্বপূর্ণ কানাইল খাল খনন ও খননকৃত খালের পাড়ে বিভিন্ন প্রজ...

হাইকোর্ট থেকে জামিন পেয়েও মুক্তি মেলেনি বিএনপি নেতার
মহিউদ্দিন আকাশ, মুরাদনগরকুমিল্লা কারাগারে আসামিকে ছাড়ার সকল প্রস্তুতি সম্পন্ন হলেও আসামিকে ছাড়েনি কা...

কর্পোরেট দুনিয়ায় প্রবেশের প্র¯‘তি নিয়ে কুবিতে আয়োজন
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধিবহুজাতিক কোম্পানিতে (এমএনসি) চাকরি পাওয়ার কৌশল জানাতে ‘ক্র্যাক ইয়োর ওয়ে ই...
