
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 21 Oct 2025, 10:49 AM

ভোটে থাকবে ১ লাখ সেনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার প্রস্তাব এসেছে নির্বাচন কমিশনের প্রস্তুতি বৈঠকে। এর মধ্যে ভোটের মাঠে সেনাবাহিনীর সদস্য থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ। পুলিশের সদস্য থাকবে দেড় লাখ। এ ছাড়া আনসার-ভিডিপির প্রায় সাড়ে ৫ লাখ থেকে ৬ লাখ সদস্য রাখার পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসছে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। তার আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি।
বৈঠক সূত্র জানিয়েছে, বৈঠকে গণভোট, নির্বাচন ভন্ডুল করার শঙ্কা, কেন্দ্রে আগুন, ব্যালট পোড়ানো, কালো টাকা ছড়ানোর শঙ্কা এবং এআই চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে।
এদিকে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ভোটের জন্য কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। গতকাল তিন ঘণ্টাব্যাপী আইনশৃঙ্খলা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতিমূলক আইনশৃঙ্খলা সভা হয়। আইনশৃঙ্খলা বৈঠকের একগুচ্ছ আলোচ্যবিষয় তুলে ধরে সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসি সচিব আখতার আহমেদ। আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে এ বৈঠক সূচনা ছিল এবং ধাপে ধাপে আরও বৈঠক হবে বলে জানান তিনি। সচিব দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভোটের উপযোগী রয়েছে।
সভায় বাহিনীর সদস্যরা নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি দেখছে কি না এবং আইনশৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটা কতটুকু ভোটের জন্য উপযোগী? জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনের সময়সীমাটা তফসিল ঘোষণা থেকে গেজেট প্রকাশ পর্যন্ত ইসির এখতিয়ারাধীন। আমাদের আলোচনার পরিমিতিটা এটুকু ছিল। বাকিটুকু নিয়ে আমাদের আলোচনার এই মুহূর্তে সুযোগ নেই এবং আমরা করিওনি। আইনশৃঙ্খলা নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই বলে দাবি করেন তিনি।
ভোটে আট দিন নিরাপত্তা সদস্য : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ বাহিনী, আনসার, অন্য কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত তাদের গতকাল মতবিনিময়ে ডেকেছিল ইসি। ভোট কেন্দ্র থেকে আইনশৃঙ্খলা সমন্বয়, ড্রোন ব্যবহার নিষিদ্ধকরণ, ভোট কেন্দ্র পর্যবেক্ষণে বডিওর্ন ক্যামেরা- পুলিশের অন্তত ১৪টি বিষয় ছিল গতকালের আলোচনায়। ইসি সচিব বলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করেছি। মূলত পাঁচ দিনের ডেপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়। সেখানে একটা প্রস্তাব এসেছে- এটা যেন আট দিন করা হয়। নির্বাচনের আগে তিন দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন। আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল পাঁচ দিন। এখন প্রস্তাবনাটা আসছে আট দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব।
এআই নিয়ে কমিশন আরও পর্যালোচনা করছে। ইতোমধ্যে পাওয়া ঘটনা চিহ্নিত করার অভিজ্ঞতা ধরে এগোতে চায় ইসি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

বিপর্যয় কাটবে কীভাবে ♦ ক্ষতি ১২ হাজার কোটি টাকা ♦ ফুলে উঠেছে...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এখন ধ্বংসস্তূপ। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্টিলের স্ট্...
বিশ্বকাপ থেকে বিদায়, যা বললেন বাংলাদেশ অধিনায়ক
পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা চার হার। এর মধ্যে আবার দুই ম্যাচ...

রাশিয়ার শর্ত মেনে ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প
রাশিয়ার শর্ত মেনে ইউক্রেনকে যুদ্ধ বন্ধে চুক্তি করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...

মন রক্ষা করতে না পারলেই অসন্তুষ্ট এ ধারা থেকে বেরিয়ে আসতে হ...
আয়েশা আক্তার২০২৪ এর আন্দোলনে সংঘটিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়...

সড়ক বিভাগ দাবি না মানলে ঢাকা অভিমুখে লংমার্চ -মনিরুল হক চৌ...
ভ্রাম্যমান প্রতিবেদকবিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, সড়কের নানা অসঙ্গতি নিয়ে আমর...

সরকারের জনবান্ধব উদ্যোগ মানুষকে জানাতে হবে-জেলা প্রশাসক
বেলাল উদ্দিন আহম্মেদ/সুমন সরকারসরকারের জনবান্ধব উদ্যোগগুলো মানুষকে জানাতে হবে, গ্রামীণ অবকাঠামোর উদ্...
