প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Oct 2025, 12:00 AM
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গতকাল কুমিল্লা থেকে প্রকাশিত “দৈনিক রূপসী” বাংলা পত্রিকা ও অনলাইন রূপসী বাংলায় প্রকাশিত “বুড়িচংয়ে চাঁদা না পেয়ে নির্মানাধীন পিলারের রড কেটে নেওয়ার অভিযোগ শীর্ষক” সংবাদের প্রতিবাদ জানিয়েছেন, বুড়িচং গ্রামের আবুল হাসেমের ছেলে ইমন, তারেক এবং বাকের। জগতপুর গ্রামের মৃত রেয়াছত আলীর প্রতিবন্ধি ছেলে আরিফ হোসেন ও ইছতাক আহম্মদ প্রতিবাদ লিপিতে তারা জানান দাবিকৃত জায়গাটি ওয়ারিশাণ সম্পত্তি যাহা মো: রেয়াছত আলী, আবুল হাসেম, শফিকুল ইসলাম ও বাদী মফিজুল ইসলাম পরস্পর আপন ভাই হিসাবে তাদের পিতার কাছ থেকে সম্পত্তি লাভ করেন। পরবর্তীতে ওয়ারিশ হিসাবে মো: রেয়াছত আলী ও আবুল হাসেমের ওয়ারিশ হিসাবে জগতপুরের ইছতাক আহাম্মদ, আরিফ হোসেন এবং বুড়িচং গ্রামের ইমন, তারেক ও বাকের উক্ত সম্পত্তির ওয়ারিশ অংশিদার হিসাবে ভোগ দখল করে আসতেছেন। মো: মফিজুল ইসলাম অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে এতিম ও প্রতিবন্ধি ভাতিজাদের জায়গা আত্মসাৎ করার উদ্দেশ্যে বড় ভাইদের মৃত্যুর পর গোপনে ২৪/০৫/২০২১ইং তারিখে দলিল নং ২৬৮৪ দ্বারা নিজ স্ত্রীর নামে একটি হেবা দলিল সম্পন্ন করে জোড়পূর্বক এতিম ও ভাতিজাদের ঠকানোর উদ্দেশ্যে ৫ তলা ফাউন্ডেশন বাড়ি নির্মাণের জন্য পিলার নির্মাণ করেন এবং নিজেই রাতের অন্ধকারে ভেঙ্গে ভাতিজাদের নামে চুরি, চাঁদাবাজি, অনিষ্ট এবং শ্লীলতাহানির মামলা দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে গত ১৩/০৭/২০২৫ইং তারিখে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ-৭ (কুমিল্লা) এর সহ:উপ-পুলিশ পরিদর্শক (নি:) সরজমিন তদন্ত করে সাক্ষ্যপ্রমাণসহ ঘটনার কোন সত্যতা পাওয়া যায় নাই মতামত দিয়ে প্রতিবেদন প্রদান করেন। বিধি মোতাবেক মামলার বাদীকেও মামলার তদন্ত ফলাফল জানানো হয়। কিছু সংখ্যক অসৎ ব্যক্তি ও সাংবাদিকের যোগসাজসে প্রতিবন্ধি ও এতিম ভাতিজাদের হয়রানি ও মিথ্যা মামলা, হামলার সংবাদ প্রকাশ করে প্রতিবন্ধি ভাতিজাদের জমি আত্মসাৎ করাই ভূমিদস্যু মফিজুল ইসলাম ও মরিয়ম গংদের উপরোক্ত মিথ্যা মামলা ও সংবাদের মূল উদ্দেশ্য। গত ২৫/০৪/২০২৫ইং তারিখে দায়েরকৃত বাদী কর্তৃক মিথ্যা মামলা নং পিআর ৪৩২ যা ১৮৬০ সালের পেনাল কোড আইনের ৩৮৫/৪২৭/৩৫৪/৩৭৯/৩৪ ধারার মামলাটি ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ-৭ কুমিল্লার সহ:উপ-পুলিশ পরিদর্শন (নি:) কর্তৃক সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা প্রমানিত হওয়ায় বাদির না রাজি প্রদান পূর্বক মামলাটি পিবিআই কর্তৃক তদন্তাধিন আছে। আমরা চাচাতো ভাইয়েরা এ ধরনের মিথ্যা মামলা ও বানোয়াট সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য একদিকে মিথ্যা মামলা অন্যদিকে মিথ্যা, ভুয়া, বানোয়াট সংবাদ প্রচার করে এতিম প্রতিবন্ধি ভাতিজাদের জমি আত্মসাৎ করাই ছিল ভূমিদস্যু মফিজুল ইসলাম ও মরিয়ম গংদের মূল উদ্দেশ্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জামায়াত আগামী একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না-এলডিপি মহাসচিব
সোহেল রানা, চান্দিনাএলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, “এ...
মুরাদনগরে পুলিশের সাঁড়াশি অভিযানে স্বেচ্ছছাসেবক লীগের সভাপতি...
নিজস্ব প্রতিকেদক, মুরাদনগরকুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে উপজেলা স্বে”ছাসেবক...
নাঙ্গলকোটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
সাইফুল ইসলামনাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।...
মুরাদনগরে ব্রীজের পাটাতন ভেঙে ভোগান্তি রাতেই মেরামত করালেন...
নিজস্ব প্রতিকেদক, মুরাদনগরকুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে গোমতী নদীর ব্রীজের পাটাতন ভেঙে গিয়ে ভোগান্ত...
মুরাদনগরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসার মধ্য দিয়ে কুমিল্লা মুরাদনগরে যথা...
চান্দিনায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
চান্দিনা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্...