প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Oct 2025, 12:01 AM
কুমিল্লা নগরীতে চাঁদা দিতে যুবকের ‘না’ তুলে নিয়ে পেটানোর অভিযোগে গ্রেপ্তার ২
জাহিদ পাটোয়ারী
কুমিল্লা নগরীতে চাঁদা না দেওয়ায় এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন, নগরীর চর্থা এলাকার লোকমানের ছেলে শান (২৫) ও একই এলাকার রতনের ছেলে বিশাল (২৫)।
র্যাব জানায়, নগরীর দক্ষিণ চর্থা এলকায় নির্মাণাধীন একটি বাড়িতে গিয়ে গ্রেপ্তার দুইজনসহ কয়েকজন যুবক চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির মালিক আলী হোসাইনকে তুলে নিয়ে অপর একটি নির্মাণাধীন বাড়ির ভেতর আটককে রেখে নির্যাতন করা হয়। এতে আলী হোসাইনের হাত ভেঙে যায়। পরে এ ঘটনায় গত ১৯ অক্টোবর আলী হোসাইন বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেন।
এরপর র্যাব অভিযানে নেমে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ইপিজেড এলাকা থেকে শান ও বিশালকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৮টায় দুইজনকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তত করা হয়। আহত আলী হোসাইন বলেন, বেশ কিছুদিন ধরে তারা আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শান ও বিশালসহ ৪-৫ জন আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে চর্থা থিরাপুকুর পাড় এলাকায় নির্মণাধীন একটি বাড়িতে আটকে রাখে। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে আমার হাত ভেঙে দেয়। এক পর্যায় হত্যার ভয় দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। বর্তমানে আমি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। বাকি চাঁদাবাজদের গ্রেপ্তারসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার বিশালের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও ভাঙচুরসহ মোট ১০টি মামলা রয়েছে। এ ছাড়া শানের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, ছিনতাইসহ ৩টি মামলা। আগামীকাল বুধবার (২৯ অক্টোবর) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৪ মাসে পুলিশের ওপর হামলার ঘটনা ১৯৫টি
এফএনএসদেশে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলার ঘটনা। চলতি বছরের জানুয়ারিতে স...
চান্দিনায় স্বর্ণ ও সঞ্চয়ের কোটি টাকা নিয়ে লাপাত্তা জুয়েলার্...
নিজস্ব প্রতিবেদক, চান্দিনাকুমিল্লার চান্দিনায় কোটি টাকার স্বর্ণ ও গচ্ছিত অর্থ নিয়ে লাপাত্তা জুয়েলার্...
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়েতের দোয়া মোনাজাত
কাজী মাসুদ রানা২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার ঘটনায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুমিল্...
প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমাইয়ে যুবদলের বর্ণাঢ্য র্যালি
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
দেবিদ্বারে স্কুল প্রতিষ্ঠার নামে কৃষকের ১৭৫টি গাছ কেটে ভূম...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে স্কুল প্রতিষ্ঠার নামে কৃষকের ২০ শতাংশ পৈত্রিক জমি জো...
মুরাদনগরে মধ্যরাতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানে দুই নারী...
বেলাল উদ্দিন আহাম্মদ"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এই স্লোগানে কুমিল্লার মুরাদনগরে মাদক নির্মূলে...