প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 12:31 AM
দেবিদ্বার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ৮৭ দিন কর্মস্থলে অনুপস্থিত
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম এবার ছুটি ছাড়াই টানা ৮৭ দিন অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে। একই কর্মক্ষেত্রে টানা ১৫ বছর চাকুরীর সুবাধে পৌরসভার ভিতরে ও বাহিরে একটি বড় সিন্ডিকেট চক্র গড়ে তুলেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেবিদ্বারে যোগদানের পর স্থানীয় এমপি ও আওয়ামী নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন অনিয়মে জড়িয়ে বহুবার আলোচিত হয়েছেন এই উপ-সহকারী প্রকৌশলী। বৈষম্যবিরোধী আন্দোলনের পর দুর্নীতিবাজ তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) মোঃ ফখরুল ইসলাম পালিয়ে গেলেও এই আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম রয়েছেন বহাল তবিয়তে।
পৌর অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে ৮ নভেম্বর দেবিদ্বার পৌরসভায় যোগদান করেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম। পৌরসভায় যোগদান করার পর স্থানীয় এমপি ও আওয়ামী নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন এই উপ-সহকারী প্রকৌশলী। এমপি ও আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্যতার সুবাধে অফিসের গুরুত্বপূর্ণ সিদ্ধান দিয়েছেন তিনি নিজেই। সড়ক ও ড্রেন নির্মানে ব্যাপক অনিয়ম হয়েছে এই ১৫ বছর, যা তদন্ত করলে উঠে আসবে বলে পৌরবাসীর দাবী। বৈষম্যবিরোধী আন্দোলনের পর দুর্নীতিবাজ পৌর সভার তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) মোঃ ফখরুল ইসলাম পালিয়ে গেলেও এই আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম রয়েছেন বহাল তবিয়তে। পৌর সভায় টাকা ১৫ বছর চাকুরী ও বিভিন্ন দূর্নীতির বিষয়ে আলোচনা শুরু হলে কোন ছুটি না নিয়েই গত ১ সেপ্টেম্বর থেকে অদ্যবধি অফিসে অনুপস্থিত রয়েছেন তিনি।
পৌরসভার বাসিন্দা সাইফুল ইসলাম মোর্শেদ বলেন, দুর্নীতিবাজ তৎকালীন পৌর সচিব মোঃ ফখরুল ইসলাম পালিয়েছে সেভাবে। এখন পৌর উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম যাচ্ছেন সেই পথে । এড়া দুর্নীতি করলেও মন্ত্রনালয়ের খুটির জোড়ে বেঁচে থাকে সব সময়। দেশের উপর এবং নিচের সকল দুর্নীতিবাজরা ঐক্য হয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতা সিয়াম আহম্মেদ বলেন, সরকারী নিয়ম অনুসারে একই স্থানে একজন কর্মকর্তা ৩ বছর থাকার কথা থাকলেও দেবিদ্বার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম ১৫ বছর একই কর্মক্ষেত্রে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও টাকা ১৫ বছর রয়েছেন বহাল তবিয়তে। এখন ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে ৮৭ দিন অনুপস্থিত রয়েছেন। তাদের মত দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা এখন সময়ের দাবি হয়ে পড়েছে।
কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার বিষয়ে দেবিদ্বার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম বলেন, আমি তিন মাসের ছুটিতে রয়েছি।
এ ব্যাপারে দেবিদ্বার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, আমি পৌরসভার দায়িত্ব গ্রহণের পর উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলামকে একদিনও পাইনি। তিনি কেন কর্মক্ষেত্রে অনুপস্থিত রয়েছে তাকে কারন দর্শানোর নোটিশ করলেও এখনো এর জবাব পাইনি। তবে তিনি তিন মাসের একটি ছুটির আবেদন করেছেন, এখনো মন্ত্রনালয় আবেদন মঞ্জুর কওে নাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ইসলামী মহাসম্মেলনে বক্তারা, দ্বীনি শিক্ষার অভাবে...
নিজস্ব প্রতিবেদকদেশের মুসলমানদের ঈমান আকিদা নষ্টকারী সকল অশ্লীল ও অনৈতিক কার্যক্রম বন্দ করে কোরআন সু...
হোয়াইট হাউজের কাছে ২ ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ
হামলার সময় সন্দেহভাজনও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী আফগানিস্তানের এই নাগরিকে আটক ক...
অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে তরুণীর মৃত্যু, গুরুতর আহত একজন
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রত্যন্ত সৈকতে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণে এক তরুণীর মৃত...
হাসিনাকে ফেরত পর্যালোচনায় ভারত
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়ের কপি দেওয়া হয়েছে আইনজীবীদের। আজ ৩০ কাঠা...
তারেক-ইউনুস ঐতিহাসিক বৈঠকই নির্বাচনের রোডম্যাপ নিশ্চিত করছ...
বিশেষ প্রতিনিধিদেশ যখন নির্বাচন যখন শঙ্কায় ছিলো তখন লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার ঐতিহা...
কুমিল্লায় ৩১ দফা রাষ্ট্র সংস্কার ও হাজী ইয়াছিনের লিফলেট বি...
আয়েশা আক্তারকুমিল্লায় ৩১ দফা রাষ্ট্র সংস্কারের দাবিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহম...