প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 12:31 AM
দেবিদ্বার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ৮৭ দিন কর্মস্থলে অনুপস্থিত
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম এবার ছুটি ছাড়াই টানা ৮৭ দিন অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে। একই কর্মক্ষেত্রে টানা ১৫ বছর চাকুরীর সুবাধে পৌরসভার ভিতরে ও বাহিরে একটি বড় সিন্ডিকেট চক্র গড়ে তুলেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেবিদ্বারে যোগদানের পর স্থানীয় এমপি ও আওয়ামী নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন অনিয়মে জড়িয়ে বহুবার আলোচিত হয়েছেন এই উপ-সহকারী প্রকৌশলী। বৈষম্যবিরোধী আন্দোলনের পর দুর্নীতিবাজ তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) মোঃ ফখরুল ইসলাম পালিয়ে গেলেও এই আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম রয়েছেন বহাল তবিয়তে।
পৌর অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে ৮ নভেম্বর দেবিদ্বার পৌরসভায় যোগদান করেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম। পৌরসভায় যোগদান করার পর স্থানীয় এমপি ও আওয়ামী নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন এই উপ-সহকারী প্রকৌশলী। এমপি ও আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্যতার সুবাধে অফিসের গুরুত্বপূর্ণ সিদ্ধান দিয়েছেন তিনি নিজেই। সড়ক ও ড্রেন নির্মানে ব্যাপক অনিয়ম হয়েছে এই ১৫ বছর, যা তদন্ত করলে উঠে আসবে বলে পৌরবাসীর দাবী। বৈষম্যবিরোধী আন্দোলনের পর দুর্নীতিবাজ পৌর সভার তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) মোঃ ফখরুল ইসলাম পালিয়ে গেলেও এই আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম রয়েছেন বহাল তবিয়তে। পৌর সভায় টাকা ১৫ বছর চাকুরী ও বিভিন্ন দূর্নীতির বিষয়ে আলোচনা শুরু হলে কোন ছুটি না নিয়েই গত ১ সেপ্টেম্বর থেকে অদ্যবধি অফিসে অনুপস্থিত রয়েছেন তিনি।
পৌরসভার বাসিন্দা সাইফুল ইসলাম মোর্শেদ বলেন, দুর্নীতিবাজ তৎকালীন পৌর সচিব মোঃ ফখরুল ইসলাম পালিয়েছে সেভাবে। এখন পৌর উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম যাচ্ছেন সেই পথে । এড়া দুর্নীতি করলেও মন্ত্রনালয়ের খুটির জোড়ে বেঁচে থাকে সব সময়। দেশের উপর এবং নিচের সকল দুর্নীতিবাজরা ঐক্য হয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতা সিয়াম আহম্মেদ বলেন, সরকারী নিয়ম অনুসারে একই স্থানে একজন কর্মকর্তা ৩ বছর থাকার কথা থাকলেও দেবিদ্বার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম ১৫ বছর একই কর্মক্ষেত্রে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও টাকা ১৫ বছর রয়েছেন বহাল তবিয়তে। এখন ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে ৮৭ দিন অনুপস্থিত রয়েছেন। তাদের মত দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা এখন সময়ের দাবি হয়ে পড়েছে।
কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার বিষয়ে দেবিদ্বার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম বলেন, আমি তিন মাসের ছুটিতে রয়েছি।
এ ব্যাপারে দেবিদ্বার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, আমি পৌরসভার দায়িত্ব গ্রহণের পর উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলামকে একদিনও পাইনি। তিনি কেন কর্মক্ষেত্রে অনুপস্থিত রয়েছে তাকে কারন দর্শানোর নোটিশ করলেও এখনো এর জবাব পাইনি। তবে তিনি তিন মাসের একটি ছুটির আবেদন করেছেন, এখনো মন্ত্রনালয় আবেদন মঞ্জুর কওে নাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আপিল খারিজ, মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা বহাল রেখেছে কমি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে...
কুমিল্লায় তারেক রহমানের আগমন উপলক্ষে সভাস্থল পরিদর্শন করলো...
মাহফুজ নান্টুপ্রথমবারের মতো কুমিল্লায় আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন তারেক রহমা...
কুমিল্লায় প্রবাস ফেরত যুবকের বিরুদ্ধে স্বর্ণালংকার আত্মসাত...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সৌদিআরব ফেরত এক যুবকের বিরুদ্ধে প্রায় ৬৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার আত্...
বুড়িচংয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামী চট্টগ্রাম থেকে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে হত্যা মামলার আসাম...
চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতি...
চৌদ্দগ্রাম প্রতিনিধি“দৃষ্টি সবার অধিকার”, এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লা চৌদ্দগ্রামের কনকাপৈত ইউন...
চান্দিনায় বিএনপি প্রার্থী ড. রেদোয়ান আহমেদের ব্যাপক গণসং...
সোহেল রানাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণ...