প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 11:08 PM
খালেদা জিয়ার সুস্থতা ও আরোগ্য লাভ দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি-কৃষিবিদ পলাশ
ফয়সল আহমেদ খান
বাঞ্ছারামপুরে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেছেন, বহু বছরের জুলুম-নির্যাতনের পরও গণতন্ত্রের নেত্রী ও আমাদের মাতা বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি—আমাদের এই সম্পদ, আমাদের দলের শক্তিকে যেন আল্লাহ সুস্থ করে দেন। যার আহ্বানে দেশের কোটি মানুষ সত্যের জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যায়। আমাদের মাতা দেশের গণতন্ত্রের আইকন।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক। তাঁর সুস্থতা ও আরোগ্য লাভ দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরী। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা-কর্মীরা এ আয়োজনে অংশ নেন।
দোয়া ও মিলাদ মাহফিলের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য একেএম মুসা (ভিপি মুছা) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা বলেন, “বেগম জিয়া সুস্থ হলেই আগামী নির্বাচনের গতিপথ আরও সুদৃঢ় হবে। তিনি এই দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা ছাড়া এদেশে প্রকৃত গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। তাই আমরা সবাই প্রাণভরে তার জন্য দোয়া করছি মহান আল্লাহ তা'আলা যেন সুস্থতা দান করেন।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহুআইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা,গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সিনিয়র সহুসভাপতি লিয়াকত আলী ফরিদ, সহ সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ওয়াসিম উদ্দিন মেহেদী, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাবিল হোসেন,শ্রমিক নেতা সজিবুর রহমান সজিব সহ আরও অনেকে। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের গণতন্ত্রের পথ সুগম এবং বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে বক্তারা বলেন, বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তার সুস্থতা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, ছেলে ও মেয়ের 5 বছর...
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যু...
বাবা-মায়ের পাশে সমাহিত ডেঙ্গুতে মৃত চিকিৎসক কাকলী
নিজস্ব প্রতিবেদকডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা কুমিল্লার জনপ্রিয় গাইনি চিকিৎসক ফাহমিদা আজিম...
খালেদা জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনী...
মাহফুজ নান্টুকুমিল্লায় বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন বল...
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
বিশেষ প্রতিনিধিবৃহস্পতিবার (২৭ নভেম্বর) সারাদিন কুমিল্লা জেলা-দায়রা জজ আদালত ও কালিয়াজুরি এলাকায় গণস...
লালমাইয়ের নতুন ইউএনও উম্মে তাহমিনা মিতু
কাজী ইয়াকুব আলী নিমেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হি...
হোমনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ গবাদিপশুসহ ৩টি ঘর পুড়ে ছাই
হোমনা প্রতিনিধিকুমিল্লার হোমনায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি গরু ও ৪টি ছগল ও কবুতর সহ ৩টি ঘর পুড়েগেছে। বৃহস...