প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 9:43 PM
বাঞ্ছারামপুরে গণ অধিকার পরিষদ নেতার টাকার বান্ডেলের ভিডিও ভাইরাল
ফয়সল আহমেদ খান
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গণ অধিকার পরিষদের আহবায়ক এসকে শফিকুল ইসলাম শুভ নিজের ফেসবুক আইডিতে গতকাল রাতে একাধিক টাকার বান্ডেল প্রদর্শন করে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি পোস্ট হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় এবং তাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র বিতর্ক ও সমালোচনা। এলাকায় শুরু হয় তোলপাড়। ভিডিওতে দেখা যায়- এসকে শফিকুল ইসলাম টাকার বান্ডেলগুলো আলাদা আলাদা ভাগে সাজিয়ে রেখে বিভিন্ন খাতে বরাদ্দ দেয়ার কথা বলছেন।
তিনি বলেন, “নির্বাচন প্রচারণার জন্য এই চার বান্ডেল দিলাম ব্যানারুফেস্টুনের জন্য। আর এটি লাগাইবা শুধু মোটরসাইকেল বহরের জন্য। আর এটি রাখো নির্বাচনের দিন চা-সিগারেট খাওয়াইবার জন্য মানুষকে। এই ৭/৮ বান্ডেল যেগুলো আছে—এগুলো দিয়ে সকাল বেলা সিসা খাইবা, বইসা বইসা। আমি পাস করবো না, সমস্যা নাই, ফেল করবো।”
ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। নির্বাচনকে কেন্দ্র করে এমনভাবে টাকার বান্ডেল প্রদর্শন করাকে অনেকেই ‘অশোভন’, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন’ ও ‘অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ’ হিসেবে মন্তব্য করছেন।
এদিকে বিষয়টি নিয়ে শফিকুল ইসলাম বলেন, আমি ভিপি নূরের গণঅধিকার পরিষদকে বাঞ্ছারামপুর পরিচিত করিয়েছি। দলের জন্য বান্ডেল বান্ডেল টাকা খরচ করেছি। দলের জন্য হামলা মামলার স্বীকার হয়েছি। দলে ডোনেশন দিয়েছি। দলকে এলাকায় পরিচিত করালাম। এখন আমাকে বাদ দিয়ে আরেক প্রার্থীকে মনোনয়ন দিয়ে দিলো!!
ভিডিওটি পোস্ট নিয়ে বলেন,“একটি পক্ষ গন অধিকার পরিষদের আমার লিডারের কাছে বলেছে আমার নাকি টাকা-পয়সা নাই, আমাকে কেন নমিনেশন দিবে। হয়তো বিরোধী দলের প্রার্থী এই কথা পৌঁছাইছে। তাহলে আমার টাকা-পয়সা নেই—এই শব্দ তারা কোথায় থেকে পেলো? আমি ২টা কোম্পানির মালিক—এইডা কি তাদের জানার দরকার নাই? আমি সরকারকে যেই ট্যাক্স গুলো দিছি, এই টাকা দলের ফান্ডেও ছিল না।”
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন—“বাঞ্ছারামপুরে প্রতিষ্ঠিত করেছি গন অধিকার পরিষদ। সেই জায়গা থেকে আমাকে নিয়ে আলোচনা করলে ত আমার একটা ক্ষোভ থেকেই আসবে। এজন্যই এই টাকার বান্ডেল ফেসবুকে প্রদর্শন করা। আমার টাকা নেই—আয় দেখ, টাকা আছে কি বা নাই।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্ডে এসডিজি অর্জনে আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্...
সংবাদ বিজ্ঞপ্তিআফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (আর্ডো) ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে...
নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে দায়িত...
আয়েশা আক্তারকুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান...
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়...
বিশেষ প্রতিনিধিকুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে দলের চেয়ারপার্সন বে...
শীত বাড়ছে, ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণপাড়ার লেপ-তোষকের ক...
মোঃ আবদুল আলীম খানসকাল-সন্ধ্যা শীতের আমেজ বইছে, অগ্রহায়ণ শেষের দিকে আবহাওয়ার বেশ পরিবর্তন হয়েছে পুরো...
লালমাইয়ে মহাসড়কের নিচে চাপা পড়ে আছে গণকবর, স্মৃতি ফলকও নেই
নিজস্ব প্রতিবেদক, লালমাইমহাসড়কের নিচে চাপা পড়েছে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গণকবর। স্মৃতি ফলকটি...
লালমাই থানার নতুন ওসি নুরুজ্জামান
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. নুরুজ্জামান যোগদান...