প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 11:18 PM
ব্রাহ্মণপাড়ায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। একই সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের নামাঙ্কিত স্মৃতিফলকে উপজেলা নির্বহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পর্যায়ক্রমে পুষ্পার্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব, অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশন, পল্লী বিদ্যুৎ সমিতি-২, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়, ওশান হাইস্কুল, নাগাইশ সরকারি কলেজ, উপজেলা বিএনপি ও এর অংগসংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সকাল ৮টায় ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠান শেষে ওই মাঠ থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধার পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম, কৃষি সম্প্রসারণ কৃষিবিদ মো. মোখলেসুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক কমান্ডার মো. নুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু সহ বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জামায়াত আগামী একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না-এলডিপি মহাসচিব
সোহেল রানা, চান্দিনাএলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, “এ...
মুরাদনগরে পুলিশের সাঁড়াশি অভিযানে স্বেচ্ছছাসেবক লীগের সভাপতি...
নিজস্ব প্রতিকেদক, মুরাদনগরকুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে উপজেলা স্বে”ছাসেবক...
নাঙ্গলকোটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
সাইফুল ইসলামনাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।...
মুরাদনগরে ব্রীজের পাটাতন ভেঙে ভোগান্তি রাতেই মেরামত করালেন...
নিজস্ব প্রতিকেদক, মুরাদনগরকুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে গোমতী নদীর ব্রীজের পাটাতন ভেঙে গিয়ে ভোগান্ত...
মুরাদনগরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসার মধ্য দিয়ে কুমিল্লা মুরাদনগরে যথা...
চান্দিনায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
চান্দিনা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্...