
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 6:17 AM

বাইউস্টে পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এ অনুষ্ঠিত হলো পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন-২০২৫। সোমবার (২৩ জুন, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্লাজা এরিয়ায় এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগ হতে নির্বাচিত ২০টি গবেষণা পোস্টার নিয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হয় সকাল ১০টায়, যেখানে বিচারকমণ্ডলী বেলা ১২টা পর্যন্ত প্রতিটি পোস্টার ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন ও মূল্যায়ন করেন। শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন এবং উত্তরদানের দক্ষতায় বিচারকেরা মুগ্ধ হন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর ২টায়, যেখানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি বিশেষ অতিথিদের নিয়ে প্রতিযোগীদের উপস্থাপনাগুলো ঘুরে ঘুরে দেখেন এবং গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন। এতে শিক্ষার্থীরা তাদের গবেষণার পেছনের অনুপ্রেরণা ও ফলাফল নিয়ে সরাসরি আলোচনা করার সুযোগ পান।
পরবর্তীতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিটি বিভাগের বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন উপাচার্য মহোদয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি অংশগ্রহণকারীদের গবেষণায় আগ্রহ এবং দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বাইউস্টের শিক্ষার্থীরা কেবল একাডেমিক নয়, গবেষণাতেও প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা প্রমাণ করছে। ভবিষ্যতে তোমাদের এই গবেষণা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সম্মানিত করবে- এই প্রত্যাশাই করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) এবং পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.)। তারা প্রতিযোগিতার সার্বিক আয়োজন ও শিক্ষার্থীদের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এই প্রতিযোগিতা প্রতিবছর অনুষ্ঠিত হবে এবং এটি শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ জাগাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

মনোহরগঞ্জে ওপেন হাউস ডে ও শারদীয় দূর্গাৎসব উপলক্ষে মতবিনিময়
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ থানার উদ্যোগে ওপেন হাউসডে এবং আসন্ন শারদীয় দুর্গাৎসব উদযাপন উপলক্...

কুমিল্লার হোমনায় মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগে
কুমিল্লার হোমনায় মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ২২শ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।...

মোবাইলে অতিরিক্ত আসক্তি বকাঝকা করায় মায়ের সাথে অভিমান করে...
মোবাইলে অতিরিক্ত আসক্তি থেকে বিরত ও মনোযোগী হয়ে পড়াশুনার জন্য বকাঝকা করায় মায়ের সাথে অভিমান করে আ...

লালমাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি; নগদ টাকা ও স্বর্ণলংকার লুট
কাজী ইয়াকুব আলী নিমেল কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রবাসীর পিত...
ক্ষমতাচ্যুত হওয়ার পর যেখানে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি কোথায় লুকিয়ে ছিলেন তা অবশেষে সামনে...
রাজনীতিতে বিভক্তি চরমে জামায়াতসহ সাত দল রাজপথে
রাজনীতিতে কে কখন শত্রু হয়, কখন মিত্র হয় তা বলা মুশকিল। একসময়ের মিত্ররা এখন মুখোমুখি অবস্থানে। জুলাই...