
প্রতিবেদক: Md. Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2025, 8:42 AM

মামলা চালিয়ে যাবেন ভুক্তভোগী নারী ফজর আলীর ভাইকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামের আলোচিত ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী। এদিকে পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার চার যুবকের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করেছে মুরাদনগর থানা পুলিশ। সোমবার এই বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোর্ট পরিদর্শক সাদেকুর রহমান। এদিকে নারীকে নির্যাতন ও বিবস্ত্র ভিডিও ছেড়ে দেয়ার ঘটনায় ফজর আলীর ছোট ভাই শাহ পরান নির্দেশদাতা জড়িত সন্দেহে তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
অপরদিকে ধর্ষণ মামলায় অভিযুক্ত একমাত্র আসামি ফজর আলী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার রিমান্ড আবেদন করা হয়নি। তার হাত-পায়ের চার স্থানে জখম হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজ জানান, ফজর আলীর সেরে উঠতে অস্ত্রপচার করা লাগবে। তার শরীরের অন্তত দুটি জায়গায় অস্ত্রপচার করতে হবে। তাকে অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসা দেওয়ার কথা। সেখানে আসন না থাকায় ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগীর মামলা, স্থানীয় সূত্র ও পুলিশের সূত্র জানায়, বাহেরচর পাচকিত্তা গ্রামের ফজর আলীর হাতে ধর্ষণের শিকার হন বলে এক নারী (২৫)। ফজর আলী মাদক, ডাকাতি, সুদের ব্যবসা, জুয়াসহসহ নানা অপরাধের সাথে যুক্ত রয়েছেন। এদিকে পুলিশ প্রধান অভিযুক্ত ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ফজর আলী (৩৮) কুমিল্লা মুরাদনগর উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামের পুর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে। তিনি এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বাহেরচর পাচকিত্তা গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু। তাদের গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। এদিকে সোমবার কুমিল্লার ১১নং আমলি আদালতে তাদের সাতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
ভুক্তভোগী নারী জানান, ফজর আলী নামে এক ব্যক্তি থেকে তার মা ৫০ হাজার টাকা ধার নেন। টাকা নিয়ে তার সঙ্গে কথা হতো। এটি মেনে নিতে পারেননি ফজর আলীর ছোট ভাই শাহপরান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য হয়। গত ২৬ জুন রাত সাড়ে ১১টার সময় ওই নারীর বাবার বাড়িতে যান ফজর আলী। গত ১৫দিন ধরে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ফজর আলী যে সময় ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করেছিলেন, ওই সময়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের জন্য বাড়ির অন্য সবাই বাইরে অবস্থান করছিলেন। সে সুযোগে ঘরে প্রবেশ করেন ফজর আলী। ফজর আলী ঘরে প্রবেশের তিন মিনিটের মধ্যে চারজন যুবক এসে ওই নারী ও ফজর আলীকে বেদম মারধর করেন। এ সময় বিবস্ত্রের পর ভিডিওচিত্র ধারণ করা হয়। স্থানীয়দের ধারণা ফজর আলীর পেছনে তরুণদের লাগিয়ে দেন তার ভাই শাহপরান। ২৭ জুন ফজর আলীকে আসামি করে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী নারী। এদিকে বিবস্ত্র মারধরের ভিডিওচিত্র ২৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী সমালোচনার ঝড় বয়ে যায়। ওই নারী রোববার জানিয়েছেন, যা হওয়ার হয়েছে। বিচার হলে তো আর আর ইজ্জত ফিরে আসবে না। তিনি এ ঘটনায় দায়ের করা ধর্ষণ মামলাটি আর পরিচালনা করতে চান না। সোমবার তিনি বলেছেন, কাল স্বামী ও স্থানীয়দের কথায় মামলা তুলে ফেলবেন বলেছেন। তিনি মামলা চালিয়ে যাবেন। এদিকে শাহ পরান নারীর বিবস্ত্র ভিডিও ছড়ানো ও নির্যাতনের নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে। তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
স্থানীয় আবদুল বাতেন বলেন, ফজর আলী এর আগেও একজন হিন্দু ও একজন মুসলিম নারীর সঙ্গে অপকর্মের চেষ্টা করে। এসব ঘটনায় তার বিরুদ্ধে সালিশ হয়। ইয়াবা ব্যবসা, ডাকাতি ও জুয়া খেলে প্রচুর পয়সার মালিক হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, মারধর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়ে দেওয়ার অভিযোগে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে ৫জনেক গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ। এদিকে ফজর আলীর ভাই শাহ পরানকেও পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

বিবস্ত্র ভিডিও ছড়িয়ে দেয়া মাস্টারমাইন্ড র্যাবের হাতে শাহ প...
জাহিদ পাটোয়ারীকুমিল্লার মুরাদনগর উপজেলায় নারীকে ধর্ষণের পর নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়...

দেশী ফল ও ফল চাষ প্রযুক্তি সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দি...
দেবিদ্বার প্রতিনিধিউপজেলা কৃষি অফিসারের কার্যালয় দেবীদ্বারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফল মেলা ২০...

মুরাদনগরে ধর্ষণের ঘটনার পর একই পরিবারের ৩জনকে হত্যার উদ্বেগ
মুরাদনগর প্রতিনিধিধর্ষণ সন্ত্রাস লুটপাট খুণসহ যেকান সামাজিক অস্থিরতার প্রতিবাদ ও প্রতিরোধ না করে,...

বিএনপি ক্ষমতায় এলে সুজন হত্যার বিচার হবে
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য, সারা বাংলায় জনপ্রিয় জাতীয়তাবাদী তু...

কুমিল্লার ডালপা বিল ছড়িয়ে দিয়েছে সবুজ শান্তির এক অপরূপ পরিব...
মোঃ মাসুদ রানা, দেবিদ্বারকুমিল্লার মুরাদনগরের ডালপা বিল এক অনন্য প্রাকৃতিক রতœ। বর্ষা এলেই এই বি...

মুরাদনগরে এবার একই পরিবারের তিনজনকে গণপিটুনিতে হত্যা
মাহফুজ নান্টুমুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও বেধড়ক পিটুনির ঘটনায় দ...
