
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 10:59 AM

তিনদিনেও কোন আসামী গ্রেফতার নেই

সাইফুল ইসলাম
নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারায় দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্ধের জের ধরে প্রকাশ্য দিবালোকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৭/৮ জন সন্ত্রাসী অস্ত্র-শস্ত্র নিয়ে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে তার বাড়ির সামনে থেকে সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে গুলি করে ও মাথার পিছনে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আলাউদ্দিনের ছেলে জোনায়েদ হোসেন রাজিব এজহার নামীয় ১৫জনসহ অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আলাউদ্দিন দক্ষিণ আলিয়ারা গ্রামের সাবেক চেয়ারম্যান সুরুজ মিয়ার ছেলে।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান ওসি। রোববার (৩আগষ্ট) সকাল সাড়ে ১২টার দিকে আজিয়ারা-আলিয়ার সড়কের আলিয়ারায় দক্ষিণ পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটেছে।
আলাউদ্দিনের পোলান্ড প্রবাসী জোনায়েদ হোসেন রাহিম, এইচ এস সি পরিক্ষার্থী ছেলে জোনায়েদ হোসেন রাজিব নামে দুই ছেলে এক মেয়ে তাবাসসুম আক্তার ওহি রয়েছে।
এর আগে গত ১৩জুলাই নিহত আলাউদ্দিনের ভাই খায়ের আহম্মদের গরু পাশ^বর্তী আবুল খায়েরের ছেলে শেখ ফরিদের ঘাস খেয়ে ফেলে। এনিয়ে খায়ের আহম্মদ ও ছালেহ আহম্মদ গোষ্ঠী দুইভাগ হয়ে সংঘর্ষ এবং বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ২৫ জুলাই আবারো দুইগোষ্ঠীর সংঘর্ষ এবং ২০টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। এসময় দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫জন ছররা গুলিবিদ্ধসহ ২৫জন আহত হয়। এঘটনায় উভয়পক্ষ কুমিল্লা কোর্টে ৪টি এবং নাঙ্গলকোট থানায় ৬টিসহ মোট ১০টি মামলা দায়ের করেন। এনিয়ে গত শুক্রবার (১ আগষ্ট) নাঙ্গলকোট থানা পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যান আবব্দুর রশিদের মাধ্যমে দু‘পক্ষ আর কোন মারামারির ঘটনায় জড়িত হবে না বলে স্টাম্পে স্বাক্ষর করেন।
আলাউদ্দিনের পারিবারিক সূত্রে জানা যায়, দুইগোষ্ঠীর মধ্যে আপোষ মিমাংসার দুইদিন পর ৩ আগষ্ট ইউপি সদস্য আলাউদ্দিন তার চাচাতো ভাই নিহত আবুল বশরের নামাজে জানাযা শেষে তার বাড়ির সামনে আসলে দুটি সিএনজি চালিত অটো রিক্সা করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৪/৫ জন এবং আলিয়ারা গ্রামের দুলালের ছেলে রিয়াদ, আবুল খায়েরের ছেলে শেখ ফরিদ এবং ছালেহ আহম্মদ ছেলে নুর উদ্দিন তাকে ঘেরাও করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মারধর করে আলাউদ্দিনকে সিএনজি চালিত অটোরিক্সায় তুলে নিয়ে যায়। আলাউদ্দিনের পরিবারের এ খবর তার আত্মীয়স্বজনদের মুঠো ফোনে জানালে আলাউদ্দিনের ভাগিনা তারেকসহ ২/৩জন আলাউদ্দিনকে বহন করা সিএনজি চালিত অটো রিক্সাকে মন্নারা বাজার থেকে ধাওয়া করেন। পরে সন্ত্রাসীরা আলাউদ্দিনকে সিএনজি চালিত অটোরিক্সার ভিতরে গুলি করে এবং মাথায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে নাঙ্গলকোট-ঢালুয়া-চিওড়া বিশ^রোড সড়কের চান্দাইশ আবুল খায়ের মাস্টারের বাড়ি সামনে ফেলে চলে যায়। এসময় তারেকসহ তার সঙ্গীরা সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা ধানের মাঠ দিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে সন্ত্রাসীদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে আলাউদ্দিনের ভাতিজা নুর মোহাম্মদ জনির (৪৫) পিঠে সন্ত্রাসীরা চুরিকাঘাত করে।
আলাউদ্দিনকে হত্যার ঘটনায় আলিয়ারা গ্রামের ৭টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ২টি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এদিকে আলাউদ্দিনকে হত্যার ঘটনায় ছালেহ আহম্মদ গোষ্ঠীর শেখ ফরিদসহ অধিকাংশ পরিবার এলাকাছাড়া অবস্থায় রয়েছে।
এর আগে এঘটনায় উভয়পক্ষ কুমিল্লা কোর্টে ৪টি এবং নাঙ্গলকোট থানায় ৬টিসহ মো ১০টি মামলা দায়ের করেন।
এদিকে, গত শুক্রবার (১ আগষ্ট) নাঙ্গলকোট থানা পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যান আবব্দুর রশিদের মাধ্যমে দু‘পক্ষ আর কোন মারামারির ঘটনায় জড়িত হবে না বলে স্টাম্পে স্বাক্ষর করার একদিন পর ৩আগষ্ট ইউপি সদস্য আলাউদ্দিনকে প্রতিপক্ষের হত্যার ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, এঘটনায় আলাউদ্দিনের ছেলে জোনায়েদ হোসেন রাজিব এজহার নামীয় ১৫জনসহ অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এদিকে নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারায় তুচ্ছ ঘটনায় সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে কুপিয়ে ও গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বক্সগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে বুধবার বক্সগঞ্জ বাজারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান ও বি এন পি নেতা গোলাম রসুল, বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুবুল হক, মানবাধিকার কর্মী ইলিয়াছ পালোয়ান, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক ছাত্রদল সভাপতি নুর উদ্দিন স্বপন, ইউপি সদস্য আফজল হোসেন, বিএনপি নেতা তারিকুল ইসলাম ভূঁইয়া, প্রবাসী নুর মোহাম্মদ ভূঁইয়া, বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি শাহ আজিজ, বক্সগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতি জাকির হোসেন, মানিক ভূঁইয়া, নিয়ামত উল্ল্যা, মাস্টার জাফর আহম্মেদ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক কাজী ফয়সাল, জিয়া মঞ্চ কুমিল্লা দক্ষিণ যুগ্ম আহবায়ক ইয়াছিন, জিয়া মঞ্চ নেতা হুমায়ুন কবির, নিহত আলাউদ্দিনের ছেলে জোনায়েদ হোসেন রাজিব ও মেয়ে তাবাসসুম আক্তার ওহি প্রমুখ।
এসময় বক্তারা আলাউদ্দিনকে হত্যার ঘটনার গত চারদিনেও হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় তারা থানা প্রশাসনের ব্যার্থতাকে দায়ী করেন। তারা অবিলম্বে থানা প্রশাসনকে দক্ষিণ আলিয়ারা গ্রামে চিরুনী অভিযান পরিচালনা কর্ েহত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। তারা আরো বলেন, আসামীদের দ্রুত গ্রেফতার করা না হলে নাঙ্গলকোট থানা, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। এছাড়া তারা হত্যাকারীদের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা প্রদান করেন।
সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে হত্যার ঘটনায় তার ছেলে জোনায়েদ হোসেন রাজিব ১৫ জন এজহার নামীয়সহ ৮/১০জনকে আজ্ঞাতনামা আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারায় তুচ্ছ ঘটনায় দুইগোষ্ঠীর বিরোধের জের ধরে গত ৩ আগষ্ট সকাল সাড়ে ১২টায় আইনশৃঙ্খলাবাহিনীর পরিচয়ে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে তার বাড়ির সামনে থেকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে সিএনজি চালিত অটোরিক্সায় তাকে তুলে নেয়। পরে সন্ত্রাসীরা সিএনজিচালিত অটোরিক্সায় ভিতরে আলাউদ্দিনের মাথায় কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে নাঙ্গলকোট-ঢালুয়া সড়কের চান্দাইশ এলাকায় ফেলে চলে যায়। এর আগে তাদের মধ্যে দু‘দফা সংঘর্ষের ঘটনায় ১৫জন গুলিবিদ্দসহ২৫সহ আহতসহ ২০টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্ডে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত
সংবাদ বিজ্ঞপ্তিগত ৫ আগস্ট বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’...

কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামাদের ভূমিকা নিয়ে...
অশোক বড়–য়া২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বছরপূর্তি উপলক্ষে আজ কুমিল্লা জেলা মডেল মসজিদ ও ই...

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যানকে হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো...

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মাছুম মিয়ার কবর জিয়ারত করলেন অজিত...
নিজস্ব প্রতিবেদকজুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় শহিদ ম...

বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাতের ঘটনায় ২ জন গ্রেপ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় মোবাইল ব্যবসায়ী সায়মন রেজাকে ছুরি...

স্বৈরাচারী সরকারের শাসনামলে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চ...
জাহিদ পাটোয়ারীবিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশ পুনর্গঠনে প্...