প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 25 Oct 2025, 8:50 PM
রোহিত-কোহলির ব্যাটে ভারতের সান্ত্বনার জয়
প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল ভারতের। গতকাল শনিবার নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে সিডনিতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ভারত। শেষ ম্যাচে রোহিত শর্মার সেঞ্চুরি ও বিরাট কোহলির ব্যাটে দাপুটে এক জয় পেয়েছে ভারত। যা তাদের জন্য সিরিজ হারের পর স্বান্ত্বনা হিসেবে কাজ করবে। অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও ৪৬.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয়। জবাবে রোহিত, কোহলি ও গিলের ব্যাটে ৩৮.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। রান তাড়া করতে নেমে রোহিত ও গিল উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলেন ১০.১ ওভারে। এরপর গিল ফিরেন ব্যক্তিগত ২৪ রানে। উইকেটের পেছনে ক্যারির হাতে তাকে তালুবন্দি করান জশ হ্যাজডলউড। সেখান থেকে রোহিত ও কোহলি অবিচ্ছিন্ন ১৬৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। রোহিত ১২৫ বলে ১৩টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন। যা ওয়ানডেতে তার ৩৩তম সেঞ্চুরি এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০তম। এই সেঞ্চুরির মাধ্যমে পঞ্চাশটি সেঞ্চুরি করা এলিট ব্যাটসম্যানদের তালিকায় দশ নম্বর হিসেবে প্রবেশ করেন তিনি। কোহলি ৮১ বলে ৭টি চারে অপরাজিত থাকেন ৭৪ রানে। তার আগে অস্ট্রেলিয়ার ইনিংসে ম্যাট রেনশো কেবল ফিফটি করতে পারেন। তিনি ২ চারে করেন ৫৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন মিচেল মার্শ। এছাড়া ম্যাথিউ শর্ট ৩০, ট্র্যাভিস হেড ২৯, আলেক্স ক্যারি ২৪ ও কুপার কনোলি করেন ২৩ রান। বল হাতে ভারতের হরষিত রানা ৮.৪ ওভারে ৩৯ রানে ৪টি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর ১০ ওভারে ৪৪ রানে নেন ২টি উইকেট। শেষ ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করে ম্যাচসেরা হন রোহিত। শুধু তাই নয়, মোট ২০২ রান করে সিরিজ সেরাও হন তিনি। ২৯ তারিখ থেকে শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান মন...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণসকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বি...
শোকে স্তব্ধ চৌদ্দগ্রামের দুই গ্রামের মানুষ কক্সবাজারে সড়ক দ...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহ...
ঘুষ-তদবির ছাড়া কুমিল্লা জেলা প্রশাসনের ৫৭ কর্মচারী বদলি
মাহফুজ নান্টুঘুষ ও তদবিরমুক্ত প্রক্রিয়ায় কুমিল্লা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির ৫৭ জন কর্মচারীর বদলি...
হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা গণ-ইফতার ও দোয়া
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দাবি ঘিরে টানা চার দিন ধরে নজিরবিহীন কর্মসূচি প...
শিক্ষার শুদ্ধতায় দাউদকান্দির ইউএনও নাছরীন আক্তারের সাহসী প...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দি উপজেলা যেন নতুন করে জেগে উঠছে এক প্রাণবন্ত কর্মযজ্ঞে। সদ্য যোগ দেওয়...
নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন ও কুমিল্লা বিভাগ দাবিতে...
সাইফুল ইসলামকুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সকল ছাত্র জনতার ব্যানারে নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন স্থ...