প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jan 2026, 12:18 AM
কুমিল্লায় সিএনজি ও অটো রিকশা স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ করা হবে-কাজী দ্বীন মোহাম্মাদ
নিজস্ব প্রতিবেদক
সিএনজি স্ট্যান্ডে চাঁদা বন্ধ হবে, কোন সিএনজি চালক বিশ টাকা চাঁদা দিতে হবে না। স্থানীয় সিএনজি স্ট্যান্ডে চাঁদা দিতে হয় এতে সমাজে ক্ষোভ ছড়িয়েছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজকে লালকার্ড দেখাবো। কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক, নির্বাচনি অফিস উদ্বোধন ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে কাজী দ্বীন মোহাম্মাদ এসব কথা বলেন। এ সময় তিনি মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নে নির্বাচনি অফিস উদ্বোধন করেন মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন লস্কর। এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল গণি, বিশিষ্ট সমাজসেবক ডা. আবদুল মুমিন, মো. মিজানুর রহমান ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আরিফুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, ‘মাদকমুক্ত সুন্দর একটি কুমিল্লা গঠন আমাদের অঙ্গীকার। সমাজ পরিবর্তন ও দুর্নীতি রুখতে সংসদে সৎ ও আদর্শবান প্রতিনিধি প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘আদর্শবান নেতৃত্ব থাকলে সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। ডা. সফিকুর রহমানের নেতৃত্বে দেশে ন্যায়, ইনসাফ ও সুশাসনের পথে এগোনোর সুযোগ এসেছে।’
তিনি জামায়াতে ইসলামীকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে অতীতের ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান, তিনি আরও বলেন
বেবিস্টেন্ডে চাঁদা বন্ধ হবে, কোন সিএনজি চালক বিশটাকা চাঁদা দিতে হবে না,স্থানীয় বেবিস্টেন্ডে চাঁদা দিতে হয় এতে সমাজে ক্ষোভ ছড়িয়েছে, চাঁদাবাজ, দুর্নিতিবাজকে লালকার্ড দেখাবো,
এ ছাড়া একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেরুয়ালি গ্রামে সন্ধ্যা সাড়ে ৬টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাওলানা মামুন হোসাইন হাবিবি, হাফেজ মো. সোলাইমান, মাওলানা মো. আইয়ুব, ইউনিয়ন সহ-সভাপতি মো. সলিমুল্লাহ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. আব্দুল হালিমসহ স্থানীয় নেতারা।
সভায় মেরুয়ালি গ্রামের নতুন কমিটির সভাপতি হিসেবে মো. জসিম উদ্দিন ও সেক্রেটারি মো. হেদায়েতুল্লাহ এবং নগরকান্দি গ্রামের সভাপতি মো. আইয়ুব আলী ও সেক্রেটারি ডা. সৈকতের নেতৃত্বে ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ফারুক হোসাইন বলেন, ‘সমাজ সংস্কার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি কল্যাণমুখী ও শান্তির সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।এর আগে রাজেন্দ্রপুর, বাংলাবাজার ও আমরাতলি ইউনিয়নের তেলকুপি বাজারে গণসংযোগ পরিচালনা করেন কাজী দ্বীন মোহাম্মাদ। এ ছাড়া দৌলতপুর বড় মসজিদে এক জানাজায় অংশগ্রহণ করেন তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত ইসলামী- কায়কোবাদ
নিজস্ব প্রতিবেদকআওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াতে ইসলামী। বিশেষ করে নির্বাচন ঘিরে আওয়ামী লীগে...
সবাই সচেতন হলে স্বৈরাচার আর মাথাচাড়া দিতে পারবে না-ড. সায়ম...
মাহফুজ নান্টুজুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা...
কুমিল্লা মুরাদনগরে উপজেলায় ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ অনু...
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ স্কাউটস মুরাদনগর উপজেলার আয়োজনে পাঁচ দিনব্যাপী ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ কো...
চৌদ্দগ্রামে বিএনপি প্রার্থী কামরুল হুদার উদ্যোগে বীর মুক্ত...
এমরান হোসেন বাপ্পিদেশ ও জনগণের অতন্দ্র প্রহরী খ্যাত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে জ...
ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া জ...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জস...
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মি...
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান...