প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jan 2026, 12:16 AM
৩০ জানুয়ারি কুমিল্লায় জামায়াতের জনসভা প্রস্তুতি ও মাঠ পরিদর্শনে মহানগরীর নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে আগামী শুক্রবার ঐতিহাসিক নির্বাচনী জনসভা উপলক্ষে প্রস্তুতিমূলক কাজের পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দ। আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) কুমিল্লা মহানগরীর উদ্যোগে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
নেতারা জানান, জনসভায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। জনসাধারণের সুবিধার্থে মাঠে থাকবে জরুরি চিকিৎসা সেবা ক্যাম্পসহ তাৎক্ষণিক সমস্যার সমাধান ব্যবস্থা।
এ জনসভায় দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ কুমিল্লার ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন। গত দেড় বছর ধরে কুমিল্লার আনাচেুকানাচে ঘুরে সাধারণ মানুষের কথা শুনে তাদের চাহিদা ও প্রত্যাশা তিনি তুলে ধরবেন বলেও জানা গেছে। কুমিল্লাবাসীর দাবি—একজন সৎ ও দূরদর্শী নেতৃত্ব যিনি কুমিল্লাকে একটি আধুনিক ও প্রথম শ্রেণীর শহরে উন্নীত করতে কাজ করবেন।
নেতারা বলেন, কুমিল্লার ঐতিহ্য ও সম্ভাবনা অনেক। ত্রিপুরার সাবেক রাজধানী কুমিল্লা আজও বিভাগ হতে পারেনি। একসময় চালু বিমানবন্দর থাকলেও তা বন্ধ হয়ে গেছে। যানজটসহ নগর ব্যবস্থাপনায় নাজুক পরিস্থিতিতে কুমিল্লাবাসী সঠিক নেতৃত্বের অপেক্ষায়। কুমিল্লা-ঢাকা সরাসরি রেললাইনসহ রেল, নৌ, স্থলবন্দর, বিমানবন্দর ও পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে কুমিল্লাকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা উপস্থাপন করবেন,
এছাড়াও গোমতী নদীকে কেন্দ্র করে নান্দনিক পর্যটন শিল্প ও কুমিল্লার ঐতিহাসিক কোটবাড়িকে কেন্দ্র করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি জনসভায় ঘোষণা করা হবে বলেও জানা গেছে। নেতারা আশা করেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কুমিল্লার এ অগ্রযাত্রা বাস্তবায়নের রোডম্যাপ জনসভায় উপস্থাপিত হবে।
দিনটি স্মরণীয় করে রাখতে কুমিল্লা টাউন হল মাঠে লাক্ষাধিক মানুষের উপস্থিতিতে শহর ইতিহাসের নতুন অধ্যায়ের সাক্ষী হবে বলে উল্লেখ করেন সংগঠনের নেতারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ, মহানগরী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান,সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেল, যুববিভাগের সেক্রেটারী মোঃ আবুল কালাম পাটোয়ারী সাংবাদিক সহিদুল্লাহ মিয়াজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১ দলীয় জোট সরকার গঠন করলে প্রথম সপ্তাহেই কুমিল্লা বিভাগ ঘ...
নিজস্ব প্রতিবেদকএনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজ...
‘এমপি সাহেব হিসাব দাও’ কর্মসূচি চালু করবে বাঞ্ছারামপুর জাম...
ফয়সল আহমেদ খানআসন্ন নির্বাচনী ইশতেহারে বাঞ্ছারামপুর আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ মহসিন&nbs...
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের নতুন সীমানা প্রাচীরের বিরুদ্ধ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দক্ষিণ-পূর্ব পাশে ফুলের বাগান ধ্বংস করে এবং সাধারণ মানুষের...
এটা যেনতেন নির্বাচন নয়
মাহফুজ নান্টুআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি দেশের গণতান্ত্রিক উত্তরণ...
কল্যাণকর রাষ্ট্র গড়ার অঙ্গীকার কুমিল্লা-৫ আসনের জামায়াত প্র...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড....
ফ্যাসিবাদী শাসন ও অত্যাচার থেকে মুক্তির পথ ধানের শীষ
মো. আনোয়ারুল ইসলামদীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন ও অন্যায়-অত্যাচার থেকে মুক্তির একমাত্র পথ বাংলাদেশ...