
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2025, 11:44 AM

চৌদ্দগ্রামে ফ্যাসিস্ট আমলে শাহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক কোন্দলে মুন্সিরহাট ইউনিয়ন ছাতিয়ানী গ্রামের গেদু মিয়া মজুমদারের বড় সন্তান শাহিন মজুমদারের মৃত্যুকে হত্যা না বলে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ এনে দোষীদের বিচারের আওতায় আনতে এলাকাবাসী ও নিহত শাহিনের পরিবারের পক্ষ থেকে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় ছাতিয়ানি পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তি মো খোকন মজুমদার, হানিফ মজুমদার, মোহাম্মদ মজুমদার, জহির মজুমদার সহ অন্যান্য এলাকাবাসীর উপস্থিতিতে বক্তব্য রাখেন নিহত শাহিন মজুমদারের পিতা গেদু মিয়া, মওদুদ মজুমদার, ইকবাল মজুমদার ও নয়ন মজুমদার।
মানবন্ধন ককর্মসূচিতে বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের জানায়, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গত ২৫/০৭/২০২২ ইং তারিখে আনুমানিক রাত ২ টার দিকে বাংগড্ডা চৌদ্দগ্রাম মূল সড়কের শাহিনের লাশ দেখা যায় বলে শুনতে পেরে ঘটনার স্থলে নিহত শাহিন মিয়ার পরিবার ও স্থানীরা উপস্থিত হয়ে দেখে শাহীন মজুমদারের রক্ত মাখা নিথর দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। তারপর ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি পোস্টমর্টেমের জন্যে নিয়ে যায় এবং পরক্ষনে লাশটি পরদিন দুপুরে নিহতের বাড়িতে এনে দেয় পুলিশ। তারা আরো জানায়, নিহত শাহিনের পোস্টমর্টেমের রিপোর্ট এর জন্যে পুলিশ বেশ কিছু টাকা দিলেও আজোও এই রিপোর্টটি পাওয়া যায় নাই বলে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকদের বলেন,ঘটনার সময়ে অনেক প্রতক্ষ্যদর্শী স্বচক্ষে নিহত মাথায় আঘাতের চিহ্ন ছিলো বলে দাবি করেন।তারা আরো বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারনে হত্যা করা হয় কিন্তু পুলিশ উল্টো কাহার দ্বারা প্রভাবিত হয়ে নিহত শাহিন এর মৃত্যুকে হত্যাকান্ড না বলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানায়।কিন্তু তখন কিছু মানুষের ভয়ে এবং পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে এই ঘটনার বিরুদ্ধে কিছুই করতে পারেনি নিহতের পরিবার ও এলাকাবাসী। তাই শাহিনের মৃত্যুটির বিষয়টি পুনরায় খতিয়ে দেখে দোষীদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী।
এ বিষয়ে বর্তমানে স্থানীয়রা প্রতিবাদ জানালে একাধিক বক্তা জানান তাদেরকে প্রাণনাশের ভয়ে কারো নাম প্রকাশ না করে সাংবাদিকদের জানান,আমরা শাহিনের মৃত্যুটি দুর্ঘটনা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড হয়েছে বলে আমরা মনে করি। যার কারণে নিহত শাহিন এর সাথে বিভিন্ন কাজের সাথে জড়িত থাকা জনৈক এক ব্যাক্তি ইতিমধ্যে নিহতের পরিবার ও একাধিক স্থানীয় ব্যাক্তিকে প্রাণনাশের হুমকি প্রদান করেছেন। এমতাবস্থায় প্রশাসনের সাহায্য কামনা করে বক্তরা বলেন,নিহত শাহিন মজুমদার ঘটনার কিছুদিন আগে সরকারি মাটি ভরাটের কয়েক লক্ষ টাকার প্রকল্প পেলে এই প্রকল্পের লভ্যাংশ নিয়ে সাবেক সাংসদ মুজিবল হকের ঘনিষ্ঠ কিছু সহচরের সাথে টাকা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছিলো শাহিনের এবং ঔ ব্যাক্তিরা শাহিন কে প্রাণে মারার হুমকিও প্রদান করে ছিলো। বিষয়টি বক্তারা সন্দেহ মনে করে শাহিনের মৃত্যুটি কোনো সড়ক দুর্ঘটনা নয় বরং রাজনৈতিক কোন্দলে তাকে হত্যা করতে পারে বলে দাবি করেন স্থানীয় এলাকাবাসী । তাই বর্তমান প্রশাসনের নিকট আকুল আবেদন শাহিনের মৃত্যুর বিষয়টি পুনরায় তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির আহবান জানান মানবন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণকারী ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
এদিকে প্রতিবাদকারিদের হুমকি দিলে থানায় সাধারণ ডাইরী (জিডি) করেন। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় পুলিশের বক্তব্য নিতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুমিল্লায় জরুরী কাজে থাকায় পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ...
এফএনএস জুলাই গণঅভ্যুত্থানে আগে ১৫ বছরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠন...

সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবি নিয়ে এগিয়ে যাবো আমরা:...
এফএনএস জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের...

কর্ণেল আজিম মানুষের কল্যাণে কাজ করে গেছেন -দোলা
আবুল কালাম আজাদকুমিলা - ৯ (লাকসাম - মনোহরগঞ্জ ) আসনের বিএনপির দলীয় প্রয়াত এমপি কর্ণেল ( অব.)&n...

মওদুদ শুভ্র'র দায়ের করা মামলার আসামীসহ সাইবার অপরাধীদের খু...
নিজস্ব প্রতিবেদকগত ৯ বছর ধরে নানা অন্যায়ের শিকার হচ্ছেন নগরীর ৪নং ওয়ার্ড পুরাতন চৌধুরী পাড়ার, ইসলামপ...

রোদ বৃষ্টির খেলায় কুমিল্লায় বাড়ছে রোগ বালাই
অশোক বড়–য়াঋতু পরিক্রমায় এখন বর্ষাকাল। শ্রাবণের এই দিনগুলোতে বৃষ্টির সাথে প্রকৃতি শীতল হয়ে আসে। কিন্ত...

দেবিদ্বারে সেমিনার ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ ফখরুল ইসলাম সাগর কুমিল্লার দেবিদ্বারে “চতুর্থ শিল্প বিপ্লব, চাকরির ক্ষেত্র ও প্রযুক্তিগত...