
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:29 AM

ব্রাহ্মণপাড়ায় জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী ‘ফ্যাসিস্ট’ সরকার দেশের মানুষের ওপর দমন–পীড়ন চালিয়েছে। দিনের ভোট রাতে, কখনো বিনা ভোটে, কখনো ‘ডামি ভোটে’ ক্ষমতা দখল করে জনগণকে বঞ্চিত করেছে। খুন, গুম ও রাহাজানির মাধ্যমে বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে।
তিনি বলেন, “এক বছর আগে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রজনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তখন ক্ষমতালোভী সরকার দুই হাজার ছাত্রজনতাকে হত্যা করে, আহত ও পঙ্গুত্ব বরণ করে আরও ত্রিশ হাজার মানুষ। এখনো সেই বর্বর হত্যাযজ্ঞের বিচার হয়নি। অবিলম্বে আওয়ামী সরকারের ‘খুনি’ ও ‘সন্ত্রাসীদের’ বিচারের আওতায় আনতে হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই বিপ্লব’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মোবারক আরও বলেন, “আওয়ামী সরকার জামায়াত নেতাকর্মীদের ওপর সর্বাধিক নির্যাতন চালিয়েছে। অফিস দখল ও ভাঙচুর করেছে, শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দিয়েছে, জামায়াতের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহপাক দলের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিয়েছেন। ভবিষ্যতেও আল্লাহপাকই জামায়াতকে বিজয় দান করবেন।”
বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে গণমিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আল্লাহর ৯৯ নাম চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, শুরা ও কর্মপরিষদের সদস্য কাজী আবদুল হান্নান সরকার, মাওলানা আব্দুর রহমান, অধ্যাপক আমীরুল ইসলাম, মাওলানা মাঈন উদ্দিন সাইদ, আমিনুল ইসলাম, মাওলানা আইয়ুব খান পাঠানসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

ঢোলভাঙ্গা নদীতে গোসলে নেমে নিখোঁজ ১০ বছরের শিশু, খোজ মেলেনি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস নদীর শাখা ঢোলভাঙ্গা নদীতে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গোসল করত...

বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সংবাদ প্রকাশের পর সুদ ব্...
সোহেল রানাকুমিল্লার চান্দিনা উপজেলায় সুদের টাকা আদায়ের জন্য আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বৈদ্যুতিক...

তিতাসে স্বেচ্ছাসেবক ও আওয়ামী লীগের দুই নেতা আটক
তিতাস প্রতিনিধি কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবক ও আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। স...

ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে আহত সুজনের চিকিৎসাধীন অ...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়ে ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশ...

কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
কুমিল্লা জেলা সংবাদদাতকুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক...

দেবিদ্বারে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে গৃহবধূকে গণধর্ষণ, যৌথ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে স্বামীকে হোটেল থেকে খাবার আনতে পাঠিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের করা...
