
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 5 Sep 2025, 10:39 AM

ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের পার্লামেন্ট ঘেরাও, সরকারের সঙ্গে বৈঠকের অপেক্ষা

এফএনএস বিদেশ
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হাজারো শিক্ষার্থী পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সরকারের সঙ্গে বৈঠক এখনো না হওয়ায় এই কর্মসূচি পালন করা হচ্ছে। গত সপ্তাহে সহিংস বিক্ষোভে ১০ জন নিহত হওয়ার পর আলোচনার কথা থাকলেও তা এখনও সম্পন্ন হয়নি। গতকাল বৃহস্পতিবার রয়টার্স জানায়, গত সপ্তাহের বিক্ষোভ মূলত পুলিশি সহিংসতা ও রাষ্ট্রীয় ব্যয় সংকোচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, শ্রমিক ও মানবাধিকার সংগঠনগুলো সক্রিয় ভূমিকা রাখে। বিশেষ করে পুলিশের গাড়ি চাপায় এক ট্যাক্সি চালকের মৃত্যুর ঘটনা এ আন্দোলনকে তীব্র করে তোলে। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়া জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে এই প্রতিবাদ। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এসব বিক্ষোভে লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য সরকার কঠোর সমালোচনার মুখে পড়ে। স্থানীয়ভাবে বেম সি নামে পরিচিত শিক্ষার্থীদের একটি জোট জানায়, জনগণের মূল উদ্বেগ রাস্তায় বিক্ষোভ নয়, বরং দুর্নীতি ও আইনের রাজনৈতিকীকরণ। গতবুধবার অন্তত দশটি ছাত্র ইউনিয়ন সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করে। সেখানে তারা পুলিশি সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি করে এবং সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্টের বিপরীতে সংসদ সদস্যদের বিলাসী সুবিধা পাওয়ার বিষয়টি তুলে ধরে। ডেপুটি হাউস স্পিকার গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের সরকারের সঙ্গে বৈঠকের সুযোগ দেওয়ার কথা জানান। তবে বেম সি নেতা মুজাম্মিল ইহসান এই আমন্ত্রণকে তুচ্ছ করে দিয়ে বলেন, ‘ওই আমন্ত্রণের আসলে কোনো গুরুত্ব নেই।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

মোটরসাইকেলের আনন্দে ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হয়নি দুই বন্ধুর
সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনায় মাত্র একদিন আগে কেনা নতুন মোটরসাইকেল নিয়ে আনন্দে ঘুরতে গিয়ে...

বাইউস্টে “ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তিবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি (বাইউস্ট)-এর স্...

‘সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ’-মুফতি ফয়জুল করীম
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণসারা দেশে চাঁদাবাজি ও লুটপাটের কথা উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের...

কুমিল্লায় গো-খাদ্যের মূল্যবৃদ্ধিতে বন্ধ হয়ে গেছে দু’শ খামা...
নিজস্ব প্রতিবেদকগো-খাদ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় কুমিল্লায় লোকসানে খামারিরা। গেলো ৬ বছরে বন্ধ হয়ে গেয়ে...

সোনালী ব্যাংক বৃহত্তর কুমিল্লা অঞ্চলের কর্মচারী সমাবেশ
আয়েশা আক্তার"দল যার যার-প্রতিষ্ঠান সবার" হটাও দালাল বাঁচাও ব্যাংক, ব্যাংক বাঁচলে আমরা বাঁচবো, মোঃ জা...

কুমিল্লায় সবুজের স্বপ্নপুরিতে টিফিনের টাকায় ৫০ হাজার গাছের...
নিজস্ব প্রতিবেদকঅনুষ্ঠানে প্রবেশ করতেই রয়েছে কলা গাছের গেইট, ভেতরে ঢুকতে লাগবে কাঠাল পাতার পাসপোর্ট।...
