প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2025, 8:45 AM
কুমিল্লা-১০ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের সমর্থকদের রেলপথ আটকে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ১০ নাঙ্গলকোট-লালমাই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে। বুধবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার রেল স্টেশনে বিকেল সাড়ে চারটা থেকে এক ঘন্টাব্যাপি অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় রেললাইনের উপর টায়ার জ্বালিয়ে মিছিল স্লোগান করা শুরু করে মোবাশ্বের সমর্থকরা। এসময় পার্শ্ববর্তী লাকসাম সাগরওকা ও হাসানপুর মহানগর গোধুলী স্টেশনে একাধিক ট্রেন আটকা পরে।
উল্লেখ্য, কুমিল্লা-১০ আসনে বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া।
এদিকে বিএনপি'র মনোনয়ন ঘটনার আগে থেকেই কুমিল্লা-১০ লালমাই-নাঙ্গলকোট আসনে বিএনপি'র মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়া এবং কেন্দ্রিয় বিএনপির নির্বাহী সদস্য মোবাশ্বের আলম ভুইয়া।
বুধবার বিকালে মোবাশ্বের আলম ভুইয়ার সমর্থকরা রেল পথ অবরোধ করে বিএনপি'র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবি জানান। এ সময় তারা আবারো কুমিল্লা- ১০ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের জন্য বিক্ষোভ মিছিল করে।
এসময় বিএনপি নেতা মোঃ ইউসুফ মজুমদার বলেন, মোবাশ্বের আলম ভাইয়া দীর্ঘদিন যাবত কুমিল্লার নাঙ্গলকোট ও লালমাই অঞ্চলে বিএনপির জন্য নিবেদিতভাবে কাজ করে গেছেন। তার সমর্থকরা ভেবেছিল তিনি মনোনয়ন পাবেন। কিন্তু মনোনয়নের পরিবর্তন হওয়ায় এখন বিক্ষুব্ধ মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা চাই এই মনোনয়ন কেন্দ্রীয় বিএনপি আবারও পুনঃ বিবেচনা করবে। যুবদল কর্মী সোহাগ হাসান বলেন, বিএনপির মনোনয়ন না পাওয়ায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রেলপথ অবরোধ করে। আমরা চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ মোবাশ্বের আলম ভূইয়া কে মনোনীত করবেন।
রেলস্টেশন মাষ্টার জামাল হোসেন বলেন, নাঙ্গলকোট স্টেশনের পাশে বিএনপির এক নেতার রেলপথ অবরোধের কারণে লাকসাম স্টেশনে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস এবং হাসানপুর স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী মহানগর গোধূলি ট্রেনটি আটকা পরে।
বিকেল সাড়ে পাঁচটার দিকে রেল লাইনের ওপর থেকে অবরোধ সরিয়ে নেয় মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা।
এদিকে একই দাবীতে সন্ধ্যায় বাগমারা এলাকায় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মোবাশ্বেরের কর্মী সমর্থকরা। এ সময় অন্তত ৩০ মিনিট সড়ক বন্ধ রেখে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে দূর্ভোগে পড়েন দূর পাল্লার বাসের যাত্রীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাঁটুর অস্ত্রোপচার সফল হলো নেইমারের
ব্রাজিল ও সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমারের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ফিফা বিশ্বকাপের স...
নতুন রূপে ধরা দিলেন জয়া
অভিনেত্রী জয়া আহসান মানেই যেন পর্দায় জাদুকরী উপস্থিতি আর বাস্তব জীবনে স্টাইল আইকন। অভিনয়ের দক্ষতা দি...
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
এফএনএস বিদেশভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচ...
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ...
এফএনএস বিদেশতীব্র শীতের মধ্যে গতকাল মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। র...
লালমাইয়ে বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত-১ আহত অর্ধশ...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাস ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক্টর চালক জসীম উদ্দিন...
মুরাদনগরে পুলিশের অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছ...