ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একের পর এক যুদ্ধজাহাজ, হাজারো মার্কিন সেনা মোতায়েনে দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্রের সম্পর্ক। যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালালে তা প্রতিহত করার জন্য বরাবরই প্রস্তুতির কথা জানিয়ে আসছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার তেলের মজুত দখলের চেষ্টার অভিযোগ এনেছে মাদুরো সরকার। মার্কিন আগ্রাসন প্রতিহত করতে পেট্রোলিয়াস রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের কাছে সহায়তাও চেয়েছে।
যদিও মার্কিন পররাষ্ট্র বিভাগ বলছে তেলের কারণে নয়, বরং ভেনেজুয়েলা থেকে অনিয়মিত অভিবাসী ও মাদকের প্রবাহ ঠেকাতেই এই সামরিক প্রস্তুতি। কিন্তু প্রেসিডেন্ট মাদুরোর দাবি, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য তার দেশের ৩০৩ বিলিয়ন ব্যারেলের বিশাল তেল মজুত।