প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Dec 2025, 11:00 PM
চান্দিনায় ব্র্যাক ব্যাংক শাখায় অগ্নিকাণ্ড দিনভর বন্ধ ছিলো গ্রাহকসেবা
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মধ্য বাজার জয়নাল সুপার মার্কেটে ব্র্যাক ব্যাংক পিএলসি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল পৌঁনে ৮টার দিকে ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকটির সার্ভার কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে শাখার গুরুত্বপূর্ণ আইটি যন্ত্রাংশ ও বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হওয়ায় দিনব্যাপী ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
জানা গেছে, ব্যাংক খোলার আগেই দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তাৎক্ষণিকভাবে শাখা কর্মকর্তাদের ও ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক খুলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর সকাল সোয়া ৮টা থেকে চান্দিনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে সার্ভার কক্ষে থাকা নেটওয়ার্ক ডিভাইস, তার ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের লকার, ক্যাশ ভল্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র অক্ষত রয়েছে। এ ঘটনায় ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হওয়ায় ব্যাংকের ভেতরে দীর্ঘ সময় ধরে কাজ করতে সমস্যার সম্মুখীন হন ফায়ার সার্ভিস কর্মীরা।
ব্যাংকের শাখা ম্যানেজার মো. রফিকুল ইসলাম খান জানান, সার্ভার কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। যন্ত্রাংশের কিছু ক্ষতি হলেও বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি থেকে আমরা রক্ষা পেয়েছি। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপ ছাড়া এটি আরও বিস্তৃত হতে পারত।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণে আজকের সব গ্রাহকসেবা বন্ধ ছিলো। ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ পরিবর্তন ও সার্ভার লাইন পুনর্গঠনের পরেই কার্যক্রম স্বাভাবিক করা হবে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ঘটনাস্থলের প্রাথমিক পরিদর্শনে বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে শনাক্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সঠিক কারণ জানানো হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা লন্ডনে
এফএনএসউন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খ...
আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করি-মনি...
নিজস্ব প্রতিবেদকবিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুমিল...
বাঞ্ছারামপুরে ইউপি সদস্য হত্যা প্রধান আসামি সায়েম গ্রেফ...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য চাঞ্চল্যক...
ট্রাক্টর উল্টে নদীতে, তিতাসে এক পরিবারের তিন নারী নিহত
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে মোটর চালিত ট্রাক্টর নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে নদীতে পড়ে একই বা...
টমছমব্রিজ মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার টমছমব্রিজ মুরগি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্...
কুমিল্লা- কসবা সড়ক প্রকল্প স্থগিতাদেশের প্রতিবাদে স্মারকলি...
ভ্রাম্যমাণ প্রতিনিধি,কুমিল্লা- কসবা সড়ক প্রকল্পটি একনেকে অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদন না করে প্রশাস...