প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jul 2025, 12:04 PM
কুমিল্লার লালমাই বাঁশের সাঁকোতে নদী পার দুর্ভোগে স্কুল শিক্ষার্থীরা
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাই উপজেলার শিকারীপাড়া, আলীশ্বর ও ভাবকপাড়ার মানুষ দীর্ঘ ৪০ বছর ধরে বাঁশের তৈরি ঝুঁকিপূর্ণ একটি সাঁকো দিয়েই পার হচ্ছেন ডাকাতিয়া নদী। বর্ষাকালে পানি বাড়লে ভয় ও আতঙ্কই হয় তাদের নিত্যসঙ্গী। প্রতিদিন স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধ, রোগী এই সাঁকো দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
ডাকাতিয়া নদীর পূর্ব পাড়ে রয়েছে পেরুল উত্তর ইউনিয়নের আলীশ্বর গ্রাম আর পশ্চিম পাড়ে বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া ও ভাবকপাড়া। পশ্চিম পাড়ের শিক্ষার্থীদের প্রতিদিন নদী পার হয়ে যেতে হয় আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বীনিয়া মাদরাসা ও আদর্শ উচ্চ বিদ্যালয়ে। শুধু শিক্ষার্থী নয়, চিকিৎসা, বাজার কিংবা প্রশাসনিক কাজে যাওয়ার একমাত্র ভরসাও এই বাঁশের সাঁকো। প্রতিবছর শাহ আলী মাজারে ওরস উপলক্ষে ১০ সহস্রাধিক মানুষ এই সাঁকো পার হয়ে আসেন মানত দিতে।
স্কুল শিক্ষার্থী সুরাইয়া বলেন, এখান (সাঁকো) দিয়ে আসার পথে আমাদের অনেক ভয় লাগে। বন্যায় এখানে অনেক পানি উঠে। আমরা স্কুলে যাতায়াত করতে পারি না। আমাদের অনেক সমস্যা হয়। আমরা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো বাদ দিয়ে নতুন একটি ব্রিজ চাই।
পাড়া ভাবকপাড়ার কৃষক আকতার হোসেন বলেন, “আমরা কৃষকরা প্রতিদিন দুই-তিনবার মালামাল নিয়ে নদী পার হই। অনেক কষ্ট হয়। সাঁকোতে ভারসাম্য রাখতে পারি না।”
আলীশ্বর গ্রামের ৭৮ বছর বয়সী আবদুস ছাত্তার জানান, “বাচ্চারা সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে যায়। আমরাই গিয়ে তুলতে হয়। ৮-১০টা গ্রামের মানুষ একটামাত্র বাঁশের সাঁকো ব্যবহার করছে। এখন আর প্রতিশ্রুতি নয়, আমরা ব্রিজ চাই।”
আলীশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ সিংহ বলেন, “প্রতিদিন আমাদের বহু শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়। ব্রীজ হলে শিক্ষার্থী উপস্থিতি বাড়বে এবং তারা নিরাপদে আসা-যাওয়া করতে পারবে।”
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, “সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ। এলাকাবাসী ও শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় এলজিইডি কিংবা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় প্রেসক্লাব ও ওশান হাইস্কুল শিক্ষকদের প্রীত...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব ও ওশান হাইস্কুলের শিক্ষকদের মধ্যে একটি প্রীতি ফু...
বুড়িচং ছয়গ্রাম আলিম মাদরাসা'র প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ...
বুড়িচং প্রতিনিধি'শেখড়ের টানে প্রানের স্পন্দনে' উক্ত প্রতিবাদ্য বিষয়কে সামনে নিয়ে দ্বীনি শিক্ষা...
বাঞ্ছারামপুরে মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে গাড়িচালকদের মাঝে...
ফয়সল আহমেদ খানদেশজুড়ে শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অটোরিকশা, সিএনজি ও ভ্যান...
চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল প...
নিজস্ব প্রতিবেদক, চৌদ্দগ্রামচৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও...
চৌদ্দগ্রাম কবি নজরুল একাডেমিতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রক...
এমরান হোসেন বাপ্পিচৌদ্দগ্রাম কবি নজরুল একাডেমির বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবে...
দারুস সালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ...
কাজী খোরশেদ আলমকুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী দারুস সালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষ...