প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 10:40 AM
জুলাই ২৪ এ শহীদ ও আহত পরিবারদের পুনর্বাসন করুন
সংবাদ বিজ্ঞপ্তি
গতকাল ২২ জুলাই " বিপ্লবী জুলাই ২০২৪ যোদ্ধা পরিষদ" এর উদ্যোগে কুমিল্লা নজরুল পরিষদের মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫০ জন আহত ও ২০ টি শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত স্বজনদের শোক ও বেদনায় আলোচনায় পরিবেশ ভারী হয়ে উঠে। ব্যাতিক্রমি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ এডভোকেট আবুল কালামের স্ত্রী হাসিনা সুলতানা । মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন ড.শাহ মো:সেলিম- সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি ইউনিভার্সিটি ক্লাব, কুমিল্লা, বক্তব্য রাখেন শেখ আবদুল মান্নান,সাবেক ছাত্র নেতা ও সমন্বয়ক সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লা। বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী সংগঠক জনাব মো:সিরাজুল হক, সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান তামান্না, সমাজ সেবক অধ্যাপক ফারুক আহমেদ, ওসি তদন্ত জনান নজরুল ইসলাম কোতোয়ালী থানা। আরো বক্তব্য রাখেন, আহত যোদ্ধা নবী নেওয়াজ, নিহত সাদমানের আম্মা, আহত যোদ্ধা মনির হোসেন, আবু সাঈদ রাফি।
মূখ্য আলোচক শাহ মো সেলিম বলেন, দ্রুত আহত ও নিহতদের তালিকা প্রকাশ করে জুলাই সনদ ঘোষণা করুন। অন্যথায় শহীদ এবং আহতদের প্রতি সমাজের দায়বদ্ধতা ও সরকারের দৈন্যতার বহিঃপ্রকাশ। তিনি শহীদদের স্বজন ও আহতদের নিয়ে জুলাই ২৪ পরিষদ গঠনের আহবান জানান। স্বজনদের একটি ফোরাম করার আহবান জানান। একইভাবে কুমিল্লার প্রশাসনের উদ্যোগে জুলাই ফাউন্ডেশন গঠন করে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে কুমিল্লার সুধীজনদের নিয়ে পুনর্বাসনের আহবান জানান। তাছাড়া ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত ও শহীদ স্বজনদের চিকিৎসা বিনে পয়সায় করে দেবার ঘোষণা করেন।
বক্তব্যে শেখ আবদুল মান্নান বলেন, সরকার সংস্কার এবং অন্যান্য বিষয় নিয়ে যতটা তোর জোর, শহীদ ও আহতদের সুনির্দিষ্ট তালিকা তৈরীতে ততটা তৎপর নয়, তাছাড়া কুমিল্লায় অবস্হিত আর্ট নার্সিং কলেজ এ নিহত ও আহত স্বজনদের নার্সিং এ ভর্তির হতে চাইলে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষনা দেওয়া হয়।
সমবায় সংগঠক মো: সিরাজুল হক বলেন, তিনি সবসময় আহত ও শহীদ স্বজনদের পক্ষে কাজ করবেন। আহতসহ অন্যান্য বক্তারা চিকিৎসা শিক্ষা ও পুর্নবাসন ক্ষেত্রে সরকারকে যথাযথপদক্ষেপ গ্রহনের উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান মন...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণসকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বি...
শোকে স্তব্ধ চৌদ্দগ্রামের দুই গ্রামের মানুষ কক্সবাজারে সড়ক দ...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহ...
ঘুষ-তদবির ছাড়া কুমিল্লা জেলা প্রশাসনের ৫৭ কর্মচারী বদলি
মাহফুজ নান্টুঘুষ ও তদবিরমুক্ত প্রক্রিয়ায় কুমিল্লা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির ৫৭ জন কর্মচারীর বদলি...
হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা গণ-ইফতার ও দোয়া
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দাবি ঘিরে টানা চার দিন ধরে নজিরবিহীন কর্মসূচি প...
শিক্ষার শুদ্ধতায় দাউদকান্দির ইউএনও নাছরীন আক্তারের সাহসী প...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দি উপজেলা যেন নতুন করে জেগে উঠছে এক প্রাণবন্ত কর্মযজ্ঞে। সদ্য যোগ দেওয়...
নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন ও কুমিল্লা বিভাগ দাবিতে...
সাইফুল ইসলামকুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সকল ছাত্র জনতার ব্যানারে নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন স্থ...