
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2025, 10:53 AM

প্রশাসনের হস্তক্ষেপ কামনা সদর দক্ষিণে রাস্তায় সীমানা প্রাচীর নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের চাষাপাড়া গ্রামের মিজানুর রহমানসহ ছয় পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলেদের বিরুদ্ধে।
পূর্ব পুরুষের আমলের চলাচলের রাস্তায় সীমানা প্রাচীর নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে গ্রামের সর্দার ও মুরুব্বিদের উপস্থিতিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চাষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা জানায়, পূর্ব পুরুষের আমল থেকেই চাষাপাড়া গ্রামের মৃত আঃ মালেকের ছেলে মিজানুর রহমান, মাসুদ রানা, একই বাড়ির বাদশা মিয়া, আবুল কালাম প্রকাশ কালু মিয়া, জাহাঙ্গীর হোসেন ও দেলোয়ার হোসেন চাষাপাড়া মৌজাস্থ বিএস ৪১৭ দাগে রাস্তা দিয়ে চলাচল করতো। পরবর্তীতে একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ শাকিল হোসেন, মোঃ ফারুক হোসেন, মোঃ মিটন হোসেন, মোঃ লিটন হোসেন
সীমানা প্রাচীর নির্মাণ করে ছয় পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে গ্রামে সালিশ ডাকা হলেও রাস্তায় প্রতিবন্ধকতাকারীরা সামাজিক সালিশ দরবারে উপস্থিত হয়নি। ভুক্তভোগি প্রবাসী মাসুদ রানা জনসাধারণের চলাচলের রাস্তার প্রতিবন্ধকা অপসারনের জন্য সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেন। বিষয়টি মিমাংসা করতে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হলে ১৯ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় মেম্বার, গ্রামের সর্দারসহ সকল লোকজন উপস্থিত থাকলেও মৃত জয়নাল আবেদীনের ছেলেরা উপস্থিত হয়নি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টো সমাজের লোকজনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মৃত জয়নাল আবেদীনের ছেলেরা চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার
কারণে স্কুল- কলেজ গামী শিক্ষার্থী, অসুস্থ্য ব্যক্তি এবং প্রসূতি মহিলাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। কোন মৃত ব্যক্তির লাশও বের করা সম্ভব নয়। বর্তমানে ভুক্তভোগি ছয় পরিবার অনেকটা বন্দীদশায় দিনাতিপাত করছেন। ছয়পরিবার স্বাভাবিকভাবে চলাচল করতে কুমিল্লা জেলা প্রশাসক, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়রা জানায়, চাষাপাড়া গ্রাম একটি আদর্শ গ্রাম। এই গ্রামে সকলে সামাজিক পরিচয়ে বেড়ে উঠেছে। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন থাকলেও অতীত ও বর্তমানে এই গ্রামে কখনো কেউ রাজনৈতিক প্রভাব বিস্তার করেনি। শুধুমাত্র একটি পরিবার রাস্তায় সীমানা প্রাচীর তৈরি করে মানুষ চলাচল বাধাগ্রস্ত করছে। তাদের অপপ্রচার ও হীন মানুষিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গ্রামবাসীর পক্ষ থেকেও রাস্তা বন্ধ করে দেয়ার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় ডাঃ ইবরাহিম মেম্বার, ইসমাইল মেম্বার, আব্দুল করিম মজুমদার সর্দার,ফারুক সর্দার, আসলাম সর্দার,ডাঃ তাজুল ইসলাম, আরিফ মজুমদার, জাবেদ, লিটন, ওমর ফারুক, হান্নান খন্দকারসহ পুরো গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

মনোহরগঞ্জে ওপেন হাউস ডে ও শারদীয় দূর্গাৎসব উপলক্ষে মতবিনিময়
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ থানার উদ্যোগে ওপেন হাউসডে এবং আসন্ন শারদীয় দুর্গাৎসব উদযাপন উপলক্...

কুমিল্লার হোমনায় মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগে
কুমিল্লার হোমনায় মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ২২শ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।...

মোবাইলে অতিরিক্ত আসক্তি বকাঝকা করায় মায়ের সাথে অভিমান করে...
মোবাইলে অতিরিক্ত আসক্তি থেকে বিরত ও মনোযোগী হয়ে পড়াশুনার জন্য বকাঝকা করায় মায়ের সাথে অভিমান করে আ...

লালমাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি; নগদ টাকা ও স্বর্ণলংকার লুট
কাজী ইয়াকুব আলী নিমেল কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রবাসীর পিত...
ক্ষমতাচ্যুত হওয়ার পর যেখানে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি কোথায় লুকিয়ে ছিলেন তা অবশেষে সামনে...
রাজনীতিতে বিভক্তি চরমে জামায়াতসহ সাত দল রাজপথে
রাজনীতিতে কে কখন শত্রু হয়, কখন মিত্র হয় তা বলা মুশকিল। একসময়ের মিত্ররা এখন মুখোমুখি অবস্থানে। জুলাই...